Rishabh Pant: অফফর্মের পন্থকে ছন্দে ফিরতে বিশ্বজয়ী অধিনায়কের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বীরু
IPL 2025: ১১ ম্য়াচ ব্যাট করতে নেমে একটি মাত্র অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি। এই পরিস্থিতিতে পন্থকে ফর্মে ফেরার জন্য উপায় বাতলে দিলেন বীরেন্দ্র সহবাগ।

লখনউ: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। ২৭ কোটি টাকা দিয়ে লখনউ সুপারজায়ান্টস এবার ঋষভ পন্থকে নিলাম থেকে দলে নিয়েছিল বাঁহাতি উইকেট কিপার ব্যাটারকে। কিন্তু পারফরম্য়ান্স একেবারেই আশানুরুপ নয়। নিজে তো রান পাচ্ছেনই না, এমনকী দলও প্লে অফে আদৌ উঠতে পারবে কি না, তা সন্দেহ আছে। ১১ ম্য়াচ ব্যাট করতে নেমে একটি মাত্র অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি। এই পরিস্থিতিতে পন্থকে ফর্মে ফেরার জন্য উপায় বাতলে দিলেন বীরেন্দ্র সহবাগ। নিজেরই পুরনো ব্যাটিংয়ের ভিডিও গুলো পন্থকে দেখার পরামর্শ দিয়েছেন নজফগড়ের নবাব। এমনকী প্রয়োজনে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও কথা বলার পরামর্শ দিয়েছেন বীরু।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সহবাগ জানিয়েছেন, ''আমার মতে, পন্থের নিজের পুরনো আইপিএল ম্যাচের ভিডিওগুলো একবার দেখা উচিৎ। আইপিএলে যখন একটা সময় প্রচুর রান করেছিল পন্থ, সেই সময়ের ভিডিওগুলো একবার দেখা উচিৎ তার। সেক্ষেত্রে কীভাবে নিজের ইনিংসটিকে ও সাজাত, তার এতটা আভাস পাবে। চোটের পর আমরা যে পন্থকে দেখতে পাচ্ছি, তা একদম অন্য এক পন্থ।''
এরপরই বীরু আরও বলেন, ''ওর কাছে তো ফোন রয়েছে। ও যে কোনও সময়ে কাউকে ফোন করে কথা বলতেই পারে। যদি ওর মনে হয় যে নিজের ছন্দ খুঁজে পাচ্ছে না পন্থ, তবে যে কোনও ব্যক্তিকে ফোন করতেই পারে পন্থ। সেক্ষেত্রে ও যদি ধোনিকে নিজের রোল মডেল মনে করে, তাহলে ধোনির সঙ্গেও এই বিষয়ে কথা বলতে পারে পন্থ।''
লখনউ এবার নিলামে তাঁকে নেওয়ার পরই অধিনায়কত্বের ব্যাটনও দিয়ে দেয়। কিন্তু নেতৃত্বের চাপ হয়ত নিজের ব্য়াটিংয়েও পড়ছে পন্থের। ১০ ইনিংসে মাত্র ১২৮ রান ঝুলিতে। ১২.৮০ গড়ে ব্যাটিং করেছেন এবার বাঁহাতি উইকেট কিপার ব্য়াটার। সিএসকের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেললেও তা দলকে জেতাতে পারেনি।
পঞ্জাব ম্য়াচে হারের পর দলের ফিল্ডিং ও ক্যাচ মিসকেই দুষেছেন পন্থ। পন্থ বলছেন, ''ম্য়াচে আমরা সঠিক পথেই এগোচ্ছিলাম। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে যদি ক্যাচ ছাড়া হয়। তবে তার খেসারত তো দিতেই হবে। আমাদেরও ম্য়াচে সেই খেসারত দিতে হল। ক্যাচ মিস করলে তা ভীষণভাবে আঘাত দেয়। এছাড়া বোলাররাও লাইন লেংথ ঠিক রাখতে পারেনি। তবে এগুলো খেলার অঙ্গ। কিছু করার নেই।'' উল্লেখ্য, পঞ্জাবের প্রভসিমরন সিংহ ৪৮ বলে ঝোড়ো ৯১ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু ২৪ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেছিলেন নিকোলাস পুরাণ।




















