KKR: আগামী আইপিএল মরশুমে কেকেআরেই কি আসছেন কে এল রাহুল?
IPL 2026 KL Rahul: ২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন রাহুল। ব্যাট হাতে দারুণ পারফর্মও করেছিলেন। চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন এই কর্ণাটকী ব্যাটার।

মুম্বই: নতুন আইপিএলে মরশুমের আগে সব দলেই কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। সেই তালিকায় আছে কেকেআরও। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ইতিমধ্য়েই। খুব তাড়াতাড়ি হয়ত নতুন কোচের নামও ঘোষণা হয়ে যাবে। এমনটাও কানাঘুষো শোনা যাচ্ছে কে এল রাহুল নাকি কলকাতা শিবিরে যোগ দিতে পারেন। তবে রাহুলকে নেওয়ার দৌড়ে নাকি রয়েছে চেন্নাই সুপার কিংসও। শুধুমাত্র প্লেয়ার হিসেবেই নয়, ক্যাপ্টেন হিসেবেও ডানহাতি ব্যাটারকে পাওয়ার বিষয়ে ঝাঁপাতে পারে দুটো ফ্র্য়াঞ্চাইজিই।
২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেছিলেন রাহুল। ব্যাট হাতে দারুণ পারফর্মও করেছিলেন। চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন এই কর্ণাটকী ব্যাটার। সূত্রের খবর, কেকেআর ও সিএসকে দুটো দলই নাকি রাহুলকে ক্যাপ্টেন্সির অফারও দিয়ে রেখেছে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রাহুল না হলেও নেতা হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই।
রাহানের বদলে নেতৃত্বে রাহুল?
উল্লেখ্য, আইপিএলের নিলাম এখনও অনেকটাই দেরি। পরবর্তী মরশুম শুরু হতেও প্রচুর সময় বাকি। তবে আইপিএলে ট্রেড উইন্ডো কিন্তু আপাতত খোলা। ট্রেডিংয়ের মাধ্যমে কোনও দলের ক্রিকেটার বর্তমানে অন্য কোনও দলে যোগ দিতেই পারে। সেই ট্রেডিংয়ের মাধ্যমেই কেকেআর রাহুলকে দলে নিতে আগ্রহী বলে খবর। রাহুল গত মরশুমেই মেগা নিলামে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিল্লি ক্যাপিটালসে ১৪ কোটি টাকার বিনিময়ে যোগ দিয়েছিলেন। দলের হয়ে বেশ ভাল পারফর্মও করেন তিনি। ১৩ ম্যাচ খেলে তারকা ক্রিকেটার একটি শতরান ও তিনটি অর্ধশতরানের দৌলতে গত মরশুমের আইপিএলে মোট ৫৩৯ রান করেছিলেন। তবে অতীতে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়া রাহুল ক্যাপিটালসের অধিনায়কত্ব পাননি।
অজিঙ্ক রাহানের নেতৃত্বে কেকেআরও কাঙ্খিত সাফল্য পায়নি। রাহুলকে দলে নিয়ে তাই তাঁকে অধিনায়ক করতে আগ্রহী কেকেআর ম্যানেজমেন্ট। রাহুলের অভিজ্ঞতা এবং দুরন্ত রেকর্ডই তাঁকে কেকেআরের প্রধান টার্গেট করে তুলেছে। রাহুল কেকেআরে যোগ দিলে একসঙ্গে অনেক সমস্যাই মিটবে। কেকেআর গত মরশুমে একটি ম্যাচেও অর্ধশতরানের ওপেনিং পার্টনারশিপ গড়তে পারেনি। ডি কক, গুরবাজ, কেউই কিপার-ব্যাটার হিসাবে তেমন নজর কাড়তে পারেননি। উপরন্তু, রাহানের অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। রাহুল এই তিন বিভাগেই দলের বিকল্প হয়ে উঠতে পারেন। গত আইপিএলে মাত্র ৫টি ম্য়াচে জয় পেয়েছিল কেকেআর। তার আগের মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁরা। আগামী মরশুমেও খেতাব ঘরে আনার লক্ষ্যেই নামবে কেকেআর।




















