CSK vs MI Live: ৪ উইকেটে মুম্বই বধ সিএসকের, বল হাতে নজর কাড়লেন তরুণ ভিগনেশ
IPL 2025: রুতুরাজ গায়কোয়াড গত দুটো মরশুম ধরে সিএসকের নেতৃত্বভার সামলাচ্ছেন। অন্য়দিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে এই ম্য়াচে মুম্বই।

Background
চেন্নাই: ধোনির নেতৃত্বে সিএসকে ও রোহিতের নেতৃত্বে মুম্বই শিবির চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বর্তমানে এই দুটো দলই আর ধোনি ও রোহিতের নেতৃত্বে খেলছে না। এই পরিস্থিতিতে দুটো দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে। রুতুরাজ গায়কোয়াড গত দুটো মরশুম ধরে সিএসকের নেতৃত্বভার সামলাচ্ছেন। অন্য়দিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামবে এই ম্য়াচে মুম্বই। যদিও গোটা মরশুমে হার্দিক পাণ্ড্যই নেতৃত্বভার সামলাবেন মুম্বইয়ের।
CSK vs MI Live: মুম্বই বধ সিএসকের
৪ উইকেটে মুম্বই বধ চেন্নাই সুপার কিংসের। ৬৫ রানের অপরাজিত ইনিংস খেললেন রাচিন রবীন্দ্র।
CSK vs MI Live Score: ৬ ওভারে সিএসকের জয়ের জন্য প্রয়োজন ৪০ রান
শেষ ৬ ওভারে ৪০ রান প্রয়োজন চেন্নাইয়ের মুম্বইয়ের বিরুদ্ধে জিততে। হাতে রয়েছে এখনও ৭ উইকেট।




















