এক্সপ্লোর
ওপেনার নিয়ে এখনও ধন্দ, তিন নম্বরে নেমে ৬০ বল পেলে ডাবল সেঞ্চুরি করতে পারে রাসেল, বললেন মেন্টর হাসি
ম্যাকালামের সঙ্গে কেকেআরে খেলেছেন হাসি। এবার নতূন ভূমিকায়। মেন্টর মুখিয়ে রয়েছেন।

কলকাতা: একসময় কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ব্যাটিং স্তম্ভ ছিলেন। সেই ডেভিড হাসিকে এবার ফের দেখা যাবে নাইটদের ড্রেসিংরুমে। তবে ক্রিকেটার হিসাবে নয়। ডেভিড এবার কেকেআরের মেন্টর। দায়িত্ব নিয়েই যিনি ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখার কাজ শুরু করে দিয়েছেন।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার ইনিংস ওপেন করবেন কারা? হাসি বলছেন, ‘ওপেনার হিসাবে কারা খেলবে সেটা নিয়ে এখনও আলোচনা চলছে। হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম অধিনায়ক দীনেশ কার্তিক ও সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে বসে ঠিক করবে। হয়তো কয়েকটা জুটিকে খেলিয়ে দেখা হবে। ম্যাচ জেতাতে যে জুটি বড় ভূমিকা নেবে, তারাই নিয়মিত ওপেনার হিসাবে খেলবে।’ গত মরসুমে ইনিংস ওপেন করে নজর কেড়েছিলেন শুবমান গিল। এবার কি তবে গিল ও সুনীল নারাইনকে ইনিংস ওপেন করতে দেখা যাবে? হাসি বলছেন, ‘দেখা যাক। শুবমান দারুণ প্রতিভাবান। ও নাইটদের হয়ে বেশ কিছু সেঞ্চুরি করছে দেখতে চাই।’
করোনা আবহে এবার খেলা হবে দর্শকশূন্য মাঠে। গ্যালারির সমর্থন ছাড়া নিজেদের সেরাটা দেওয়া ক্রিকেটারদের পক্ষে কতটা কঠিন? হাসি বলছেন, ‘কঠিন তো বটেই। তবে ক্রিকেটার হিসাবে মাঠে ফেরার সুযোগ পাওয়াটা আশীর্বাদের মতো। ক্রিকেটারেরা মাঠে নামার জন্য ছটফট করছে। তাই মাঠে দর্শক থাকুক বা না থাকুক, ছেলেরা নিজেদের একশো শতাংশই দেবে।’ যোগ করেছেন, ‘সংযুক্ত আরব আমিরশাহিতে খুব গরম। গোটা টুর্নামেন্টেই এরকম আবহাওয়াই থাকবে। হাওয়াও বইবে। পিচগুলো বেশ কিছু ম্যাচ হওয়ার পর শুকনো হয়ে যাবে। দলগুলো কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে আমাদের দলে সবরকম পরিস্থিতিতে পারফর্ম করার মতো ক্রিকেটার রয়েছে।’
আন্দ্রে রাসেলকে নিয়ে উচ্ছ্বসিত নাইটদের মেন্টর। গত আইপিএলে রাসেল নিজে ব্য়াটিং অর্ডারের ওপরের দিকে নামার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সম্ভব রাসেলকে ব্যাটিং অর্ডারে ওপরে তুলে আনা? ‘কেন নয়?’ পাল্টা প্রশ্ন করছেন হাসি। যোগ করছেন, ‘তাতে দল উপকৃত হলে নিশ্চয়ই ওকে ওপরের দিকে তুলে আনা হবে। রস (দলে রাসেলের ডাকনাম) তিন নম্বরে নেমে ৬০ বল খেললে ডাবল সেঞ্চুরিও করে দিতে পারে। রস ব্যাট হাতে যা খুশি করতে পারে।’
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান এবার নাইটদের শিবিরে। মর্গ্যানকে পেয়ে কতটা লাভবান হবে কেকেআর? হাসি বলছেন, ‘ও দারুণ প্লেয়ার। দারুণ পারফর্মার। কেকেআরে অধিনায়ক দীনেশ কার্তিকের অন্যতম বড় ভরসা হয়ে উঠতে পারে। ফিল্ডিং সাজানো থেকে শুরু করে বোলারদের পরামর্শ, মর্গ্যান সব ব্যাপারেই কার্তিককে সাহায্য করতে পারবে। মিডল অর্ডারে ব্যাট হাতেও দারুণ বড় ভরসা।’ পাশাপাশি টম ব্যান্টনকে নিয়েও আশার কথা শুনিয়েছেন নাইটদের মেন্টর। বলেছেন, ‘টম ব্যান্টন দারুণ প্লেয়ার। কেভিন পিটারসেনের মতো ক্রিকেটার। ও এক্স ফ্যাক্টর হয়ে ওঠার মতো দক্ষ। নিজের দিনে হাতে ম্যাচ জেতাতে পারে।’
সংযুক্ত আরব আমিরশাহির শুকনো পিচে স্পিনাররা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন? হাসি বলছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট যেখানেই খেলা হোক না কেন, স্পিনারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে এই গরমে, এই পরিবেশে ওদের ভূমিকা ভীষণই তাৎপর্যপূর্ণ। আমাদের দলে প্যাট কামিন্স, লকি ফার্গুসন, শিবম মাভি, কমলেশ নাগরকোটির মতো পেসার রয়েছে আবার দারুণ স্পিনারও রয়েছে। বোলিং খুব ভারসাম্যযুক্ত।’ যোগ করলেন, ‘দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, অইন মর্গ্যানরা ব্যাট হাতে ইনিংস গড়তে পারে। আবার শুবমান গিল, নীতিশ রানা, টম ব্যান্টনরাও রয়েছে। সব মিলিয়ে খুব প্রতিভাবান দল আমাদের। ক্রিকেটারেরা অনেকদিন পর ক্রিকেটে ফিরলেও দারুণ লাগছে ওদের দেখে। বোলিং কোচ কাইল মিলস কাজ শুরু করে দিয়েছে।’
এবারের আইপিএলে ফেভারিট কারা? হাসি বলছেন, ‘আইপিএলে কোনও ফেভারিট নেই। যে কোনও দল চ্যাম্পিয়ন হতে পারে। তবে প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আইপিএলে নামে কেকেআর। এবারের দলে প্রত্যেক বিভাগে দারুণ ভারসাম্য। বিগ ব্যাশ লিগে টম ব্যান্টন যা খেলেছে, আমি ওকে দেখতে মুখিয়ে রয়েছি। পাশাপাশি সুনীল নারাইন, কার্তিক, রাসেলরা আছে।’
ম্যাকালামের সঙ্গে কেকেআরে খেলেছেন হাসি। এবার নতূন ভূমিকায়। মেন্টর মুখিয়ে রয়েছেন। হাসি বলছেন, ‘আমার কাজ সকলকে মানসিকভাবে চাঙ্গা রাখা। দলের সকলের মধ্যে যোগাযোগটা রাখা। কেকেআর এবার ভালই পারফর্ম করবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
খবর
আইপিএল
Advertisement
