এক্সপ্লোর
Advertisement
দীনেশ কার্তিকের পর ক্রুণাল পাণ্ড্য, ফাফ ডুপ্লেসি, 'ব্রেক দ্য বিয়ার্ড চ্যালেঞ্জ' নিয়ে করলেন ভোলবদল
কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে দীনেশ কার্তিককে দেখে চমকে উঠেছিলেন অনেকেই। দাড়ি কেটে একেবারে নতুন লুকে ময়দানে নেমে সব্বাইকে চমকে দিয়েছিলেন তিনি। আর এবার সেই 'ব্রেক দ্য বিয়ার্ড চ্যালেঞ্জ' নিয়ে ফেললেন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস-এর দুই তারকা ক্রিকেটার। ক্রুণাল পাণ্ড্য ও ফাফ ডুপ্লেসি। ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিজেদের নতুন অবতার।
আবু ধাবি: কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে দীনেশ কার্তিককে দেখে চমকে উঠেছিলেন অনেকেই। দাড়ি কেটে একেবারে নতুন লুকে ময়দানে নেমে সব্বাইকে চমকে দিয়েছিলেন তিনি। আর এবার সেই 'ব্রেক দ্য বিয়ার্ড চ্যালেঞ্জ' নিয়ে ফেললেন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস-এর দুই তারকা ক্রিকেটার। ক্রুণাল পাণ্ড্য ও ফাফ ডুপ্লেসি। ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিজেদের নতুন অবতার।
প্রথমে কায়রন পোলার্ডের চ্যালেঞ্জ নিয়ে দাড়ি কামিয়ে ফেলেছিলেন দীনেশ কার্তিক। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে লিখেছিলেন, ‘কায়রন পোলার্ড, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। টুর্নামেন্ট যত এগোচ্ছে, নতুন উচ্চতা স্পর্শ করতে হবে।’ আর এবার মুম্বই ইন্ডিয়ান্সের অল রাউন্ডার ও হার্দিক পাণ্ড্যর দাদা ক্রুণাল পাণ্ড্য। দাড়ি কামিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভিডিও। ক্যাপশানে লিখলেন, খেলা চলছে আর আমার 'ব্রেক দ্য বিয়ার্ড চ্যালেঞ্জ'-ও। আমায় কেমন দেখাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্য়ানস?' সেই সঙ্গে তিনি যোগ করেন- 'এমআই ২ - কেকেআর ১'। অর্থাৎ এখনও অবধি মুম্বই ইন্ডিয়ান্সের ২ তারকা এই 'ব্রেক দ্য বিয়ার্ড চ্যালেঞ্জ' নিয়েছেন, কারয়ন ও ক্রুণাল। এই চ্যালেঞ্জে কেকেআর-এর থেকে এগিয়ে রয়েছে এমআই সেই ইঙ্গিতই করেন তিনি।
অন্যদিকে নতুন এই চ্যালেঞ্জে মজলেন চেন্নাই সুপার কিংস-এর দুই তারকা ক্রিকেটার ফাফ ডুপ্লেসিও। 'ব্রেক দ্য বিয়ার্ড চ্যালেঞ্জ' নিয়ে তিনিও দাড়ি কামিয়ে ফেললেন। ক্রুণাল পাণ্ড্য ও কায়রন পোলার্ডকে ট্যাগ করে তিনি লেখেন, ' চেন্নাই সুপার কিংস ও এই চ্যালেঞ্জে নামল। দেখুন আমার 'ব্রেক দ্য বিয়ার্ড' সোয়্যাগ। দেখা যাক এবার কে এই চ্যালেঞ্জ নেয়।'
আইপিএল-এর মরসুমে নিজেদের ভোলবদলের নতুন এই খেলায় মজেছেন ক্রিকেটাররা। প্রিয় তারকাদের এই লুক দেখে মুগ্ধ অনুরাগীরাও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement