এক্সপ্লোর
Advertisement
অরেঞ্জ ক্যাপ নয়, কাপ চাই, বলছেন ময়ঙ্ক, রান পাওয়ায় খুশি, তবে আরও গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট, উপলব্ধি রোহিতের
রোহিত শর্মা বৃহস্পতিবার রান পেয়েছেন। ৪৫ বলে ৭০ রান করে হিটম্যানই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।
আবু ধাবি: বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারা ম্যাচেও ১৮ বলে ২৫ রান করেছেন তিনি। সব মিলিয়ে ৪ ম্যাচে ২৪৬ রান। একটি সেঞ্চুরি, একটি হাফসেঞ্চুরি। অরেঞ্জ ক্যাপ এখন ময়ঙ্ক অগ্রবালের দখলে। তবে কিংস ইলেভেন পঞ্জাবের তারকা বলছেন, ক্যাপ নয়, কাপ-জয় তাঁদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ম্যাচের পর ময়ঙ্ক বলেছেন, ‘আমরা ক্যাপের (অরেঞ্জ ক্যাপ) জন্য লড়াই করছি না। ভাল ক্রিকেট খেলতে চাই। কে রান করল সেটা বড় কথা নয়, রাহুল হোক, ম্য়াক্সওয়েল, পুরান বা অন্য কেউ। ট্রফি জেতাটা অনেক বেশি জরুরি।’
রোহিত শর্মা বৃহস্পতিবার রান পেয়েছেন। ৪৫ বলে ৭০ রান করে হিটম্যানই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। খুশি রোহিত। তবে আরও তৃপ্ত ম্য়াচ জিততে পেরে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে সুপার ওভারে হারতে হয়েছিল। রোহিত বলেছেন, ‘রান পেয়ে ভাল লাগছে। তবে আরও গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট।’ বিজয়ী অধিনায়ক যোগ করেছেন, ‘আমাদের ইনিংসের শুরুটা ভাল হয়নি। তবে জানতাম পঞ্জাবের যা বোলিং তাতে পরের দিকে রান তুলতে পারব। ফিল্ডিংয়ের সময় দ্রুত কয়েকটা উইকেট তুলতে চেয়েছিলাম আর সব কিছু পরিকল্পনামাফিক হয়েছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement