CSK vs RCB, Innings Highlights: জাডেজা একাই একশো, কোহলিদের হারিয়ে শীর্ষে চেন্নাই
ব্য়াটে হাফসেঞ্চুরি। বল হাতে তিন উইকেট। সঙ্গী অনবদ্য ফিল্ডিং। ড্যান ক্রিশ্চিয়ানকে দুরন্ত থ্রোয়ে রান আউট করে দেওয়া। রবিবার অলরাউন্ড শো দেখিয়ে বাজিমাত করলেন রবীন্দ্র জাডেজা।
মুম্বই: ব্য়াটে হাফসেঞ্চুরি। বল হাতে তিন উইকেট। সঙ্গী অনবদ্য ফিল্ডিং। ড্যান ক্রিশ্চিয়ানকে দুরন্ত থ্রোয়ে রান আউট করে দেওয়া। রবিবার অলরাউন্ড শো দেখিয়ে বাজিমাত করলেন রবীন্দ্র জাডেজা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬৯ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল চেন্নাই সুপার কিংস। ৫ ম্যাচ করে খেলে দু'দলের পয়েন্টই ৮ হওয়া সত্ত্বেও রান রেটে এগিয়ে থাকায় আরসিবিকে ছাপিয়ে শীর্ষে উঠে এল সিএসকে। টানা চার ম্য়াচের পর থমকে গেল বিরাট কোহলিদের জয়রথ।
আইপিএলে প্রত্যেকবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ভুগিয়েছে বোলিং। বিশেষ করে ডেথ ওভারে বোলারদের মার খেয়ে যাওয়ার প্রবণতা। এবার সেই তুলনায় অনেক ভাল পারফর্ম করছিলেন মহম্মদ সিরাজ-হর্ষল পটেলরা। তবে রবিবারও যেন সেই পুরনো ছবি ফিরে এল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শুরু থেকে আঁটসাঁট বোলিং করেও শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের কাছে ১৯১ রান হজম করে বসেন বিরাটের বোলাররা। বা বলা ভাল হর্ষল পটেল। শুরুর তিন ওভারে মাত্র ১৪ রান খরচ করে যিনি সিএসকে-র তিনটি উইকেট তুলে নিয়েছিলেন, সেই হর্ষলই চার ওভারে দেন ৫১ রান। হর্ষলের চতুর্থ ওভার, যেটা সিএসকে ইনিংসের শেষ ওভার ছিল, রবীন্দ্র জাডেজা তোলেন রেকর্ড ৩৭ রান। ৫টি ছক্কা ও একটি চার মারেন জাডেজা। একটি ফ্রি হিট পেয়ে ছক্কা মারেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৮ বলে ৬২ রান করেন জাডেজা। ৪টি চার ও ৫ ছক্কা ছিল তাঁর ইনিংসে। জাডেজার দাপটেই এক সময় দেড়শোর লক্ষ্যে এগনো সিএসকে প্রায় দুশোর কাছাকাছি রান তোলে। ১৯১/৪ স্কোরে শেষ করে ইনিংস। জাডেজা ছাড়া রান পান ওপেনার ফাফ ডুপ্লেসি। ৪১ বলে ৫০ রান করেন তিনি। ৩ বলে ২ রান করে অপরাজিত ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
জবাবে ব্যাট করতে নেমে ১২২/৯ স্কোরে আটকে যান বিরাটরা। কোহলি নিজে ৭ বলে ৮ রান করে স্যাম কারানের বলে আউট হন। দেবদত্ত পড়িক্কল ১৫ বলে ৩৪ রান করেন। জাডেজা ৪ ওভারে একটি মেডেন-সহ ১৩ রানবে তিন উইকেট নেন। যা দেখে ধারাভাষ্যকারেরাও বলেন, ম্য়াচটা আরসিবি বনাম সিএসকে নয়, যেন আরসিবি বনাম জাডেজা হচ্ছে। ম্যাচের সেরা হয়েছেন জাড্ডুই। যাঁকে দেখে মুগ্ধ বিপক্ষ অধিনায়কও। কোহলি বলছেন, 'একজনই আমাদের হারিয়ে দিয়ে গেল।'
টুর্নামেন্টে আরসিবির অপরাজিত তকমাও ঘুচে গেল। অন্যদিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর পরপর তিন ম্যাচ জিতে মাঠে নেমেছিল এবং টানা চার ম্যাচ জিতে মাঠ ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনিরা।