KKR on IPL: বিস্ময় ক্যাচে কোহলিকে ফেরালেন রাহুল, দেখুন
চলতি আইপিএলে প্রায় প্রত্যেক ম্যাচেই ফিল্ডিংয়ের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। কখনও রবীন্দ্র জাডেজা অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ক্যাচ নিয়ে হইচই ফেলে দিচ্ছেন, তো কখনও অন্য় কেউ।
চেন্নাই: চলতি আইপিএলে প্রায় প্রত্যেক ম্যাচেই ফিল্ডিংয়ের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। কখনও রবীন্দ্র জাডেজা অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ক্যাচ নিয়ে হইচই ফেলে দিচ্ছেন, তো কখনও অন্য় কেউ।
রবিবার যেমন চোখধাঁধানো ক্যাচ নিলেন রাহুল ত্রিপাঠি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্য়াট করতে নেমে রাহুলের অবিশ্বাস্য ক্যাচে আউট হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তিনিও যেন বিশ্বাস করতে পারছিলেন না, ওইভাবে তাঁর ক্যাচ কেউ তালুবন্দি করে নিতে পারে।
ঘটনাটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইনংসের দ্বিতীয় ওভারের। এদিন কেকেআরের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। আরসিবির হয়ে চলতি মরসুমে ইনিংস ওপেন করছেন কোহলি। রবিবারও তিনি দেবদত্ত পড়িক্কলের সঙ্গে ইনিংস ওপেন করেন। বিরাটদের বিরুদ্ধে নতুন কৌশল নেন কেকেআর অধিনায়ক অইন মর্গ্যান। তিনি নতুন বল তুলে দেন হরভজন সিংহের হাতে। অন্য প্রান্ত থেকে আক্রমণে আনেন বরুণ চক্রবর্তীকে। অর্থাৎ, উইকেটের দুই প্রান্ত থেকে দুই স্পিনারকে এনে ঘূর্ণির বিরুদ্ধে আরসিবি ব্যাটসম্যানদের দক্ষতার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। দ্বিতীয় ওভারেই সেই কৌশলের ফল পায় কেকেআর। বরুণ চক্রবর্তীর বলে লং অফের ওপর দিয়ে বড় শট নিতে গিয়েছিলেন কোহলি। কিন্তু তাঁর টাইমিংয়ের গোলমাল হয়ে যায়। ব্যাটের কানায় লেগে বল উড়ে যায় কভার বাউন্ডারির দিকে। কভারে তখন ফিল্ডিং করছিলেন রাহুল ত্রিপাঠি। বল উড়ে যাচ্ছিল তাঁর মাথার অনেক ওপর দিয়ে। হাল ছাড়েননি রাহুল। তিনি পিছন দিকে দৌড়তে শুরু করেন। বেশ কিছুটা দৌড়ে গিয়ে তিনি উপলব্ধি করেন যে, বল তাঁর থেকে অনেকটা দূরে মাটিতে পড়ছে। তৎক্ষনাৎ অবিশ্বাস্য অ্যাথলেটিসিজমের পরিচয় দিয়ে শরীর শূন্যে ভাসিয়ে দেন পুণের ক্রিকেটার। এবং বল তালুবন্দি করেন।
বিরাট কোহলি নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না যে, তাঁর ক্যাচ ওইভাবে কেউ তালুবন্দি করতে পারে। ওই ওভারে আরও একটি উইকেট তুলে নিয়ে আরসিবিকে কোণঠাসা করে দিয়েছিলেন বরুণ।