IPL 2021: ভালবাসার ২২ গজে নতুন ইনিংস? ম্যাচ শেষেই বিয়ের প্রস্তাব দীপক চাহারের
IPL 2021: বল হাতে পাওয়ার প্লেতে বিপক্ষের ব্যাটারদের উইকেট তুলে নেওয়া তাঁর কাছে জলভাত। কিন্তু ২২ গজের বাইরে এবার নতুন ইনিংসের পথে দীপক চাহার।
![IPL 2021: ভালবাসার ২২ গজে নতুন ইনিংস? ম্যাচ শেষেই বিয়ের প্রস্তাব দীপক চাহারের IPL 2021 Deepak Chahar proposed to his partner after CSK's match today video goes viral IPL 2021: ভালবাসার ২২ গজে নতুন ইনিংস? ম্যাচ শেষেই বিয়ের প্রস্তাব দীপক চাহারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/07/2e28defc00e16609bda1ee03c820eea4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: চেন্নাই বনাম পঞ্জাব ম্যাচ শেষের পরেই ক্যামেরা তাক করল স্ট্যান্ডের দিকে। সেখানেই সবার মধ্যমণি এই জুটি। বল হাতে পাওয়ার প্লেতে বিপক্ষের ব্যাটারদের উইকেট তুলে নেওয়া তাঁর কাছে জলভাত। কিন্তু ২২ গজের বাইরে এবার নতুন ইনিংসের পথে দীপক চাহার। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর স্ট্যান্ডেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন চেন্নাই সুপার কিংসের এই তারকা পেসার।
She said yesssss.! 💍
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 7, 2021
Congratulations Cherry.! Stay Merry.! 😍🥳#WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/qVmvVSuI7A
পঞ্জাব ম্যাচে চেন্নাাই সুপার কিংস জয় পায়নি। বল হাতেও আহামরি পারফরম্যান্স করতে পারেননি দীপক চাহার। ৪ ওভার বল করে ১ উইকেট নিলেও দিয়েছেন ৪৮ রান। তবে ম্যাচ হারলেও চেন্নাইয়ের এই ফলে প্লে অফে ওঠার পথে কোনও সমস্যা হবেনা। কারণ তারা আগেই উঠে গিয়েছিল প্লে অফে। তবে ম্যাচের পরই স্ট্যান্ডে এসে সবাইকে অবাক করে দেন চাহার। অবাক হয়ে গিয়েছিলেন তাঁর বান্ধবীও। রীতিমতো হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিলেন সিএসকে বোলার। স্ট্যান্ডে উপস্থিত ছিলেন সে সময় ধোনির স্ত্রী সাক্ষী ধোনিও। তাঁকেও হাততালি দিতে দেখা যায়। দীপক ও তাঁর বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরেন। প্রথমে মনে করা হয়েছিল যে দীপকের বান্ধবী হয়ত কোনও বিদেশিনী। কিন্তু তেমনটা না। দীপকের এই বান্ধবীর নাম জয়া ভরদ্বাজ। দিল্লির বাসিন্দা তিনি। এই গোটা দৃশ্যটি সিএসকে ও আইপিএলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে লিগে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। ম্যাচে যদিও হারতে হয় ধোনির বাহিনীকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৪ রান তুলেছিল চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পঞ্জাব কিংস।
আরও পড়ুন: ঘন্টায় দেড়শো কিমি গতি, ম্যাচে হেরেও উমরানের বোলিংয়ে মজে কোহলি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)