IPL 2021 Update: কোহলিদের স্বস্তি, আইপিএল খেলার অনুমতি পেলেন হাসারাঙ্গা ও চামিরা
ভারতের বিরুদ্ধে পারফরম্যান্সই ভারতের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টে জায়গা করে দিয়েছে দুই তারকাকে।
কলম্বো: আইপিএলের বাকি অংশ শুরু হতে এক মাসও বাকি নেই। স্বস্তি ফিরল বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে। করোনার ধাক্কায় স্থগিত হয়ে যাওয়া আইপিএলের পরের পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে ছাড়পত্র পেলেন ওয়ানিন্দুু হাসারাঙ্গা এবং দুষ্মন্ত চামিরা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আগে জানিয়েছিল যে, তাদের দুই ক্রিকেটারের আইপিএলে যোগদান নিয়ে তারা অন্ধকারে। কোনও কিছুই নাকি নিশ্চিত নয়। যা জানাজানি হওয়ার পর থেকে আচমকাই সংশয় তৈরি হয়েছিল আরসিবি শিবিরে। অবশেষে রবিবার ফিরল স্বস্তি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিনার অ্যাডম জাম্পার পরিবর্তে সই করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর ড্যানিয়েল স্যামসের পরিবর্তে নেওয়া হয়েছে দুষ্মন্ত চামিরাকে। তবে আরসিবি-এর তরফে ঘোষণা করে দেওয়া হলেও, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে, তারা নাকি এই দুই ক্রিকেটারের আইপিএলে যোগদান নিয়ে কিছুই জানে না। হাসারাঙ্গা বা চামিরা নাকি বোর্ডকে কিছুই জানাননি।
অবশেষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে রবিবার বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে, জাতীয় দলের দুই ক্রিকেটার দুষ্মন্ত চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা আইপিএল ২০২১-এ অংশ নিতে চলেছে। দুজনকেই এনওসি দিয়ে দেওয়া হয়েছে।’ তবে দুই ক্রিকেটারকেই ১০ অক্টোবর জাতীয় দলে যোগ দিতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য।
আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন শ্রীলঙ্কার এই দুই ক্রিকেটার। তাঁদের বেস প্রাইস ছিল মাত্র ৫০ লক্ষ টাকা করে। তবে জাম্পা এবং স্য়ামস না খেলায় হাসারাঙ্গা ও চামিরার সামনে আইপিএলের দরজা খুলে যায়।
করোনার ধাক্কায় স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। টুর্নামেন্ট শুরু হতে চলেছে ১৯ সেপ্টেম্বর থেকে।
সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে শিখর ধবনের ভারতের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন হাসারাঙ্গা ও চামিরা। ভারতের বিরুদ্ধে পারফরম্যান্সই ভারতের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টে জায়গা করে দিয়েছে দুই তারকাকে।