KKR on IPL: বড় ধাক্কা খেল শাহরুখের দল, অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা
নিয়ম অনুযায়ী, চলতি আইপিএলে দ্বিতীয়বার একই ভুল হলে অধিনায়ককে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ জরিমানার অঙ্ক বেড়ে দ্বিগুণ হয়ে যাবে।
![KKR on IPL: বড় ধাক্কা খেল শাহরুখের দল, অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা IPL 2021: KKR captain Eoin Morgan has been fined after his team maintained a slow over-rate KKR on IPL: বড় ধাক্কা খেল শাহরুখের দল, অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/19/0e37bd00422a2c78338cf16b8f3c248e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: চেন্নাই সুপার কিংসের কাছে ১৮ রানে ম্যাচ হারার পর শাহরুখ খান-জুহি চাওলার দলের জন্য আবারও খারাপ খবর। এবার বড় জরিমানার মুখে পড়তে হল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অইন মর্গ্যানকে। এক-দু টাকা নয়, এক্কেবারে ১২ লক্ষ টাকা জরিমানা হল ইংরেজ তারকা ক্রিকেটারের।
কিন্তু কেন? এত টাকা জরিমানা কেন হল মর্গ্যানের? কারণ, বুধবার কলকাতা নাইট রাইডার্সের বোলাররা নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। যে কারণে শাস্তির মুখে পড়তে হল কেকেআর অধিনায়ককে। ১২ লক্ষ টাকা জরিমানা হল তাঁর। তবে একই ভুল যদি আবারও করে কেকেআর, তাহলে মর্গ্যানের শাস্তি বাড়বে। এমনকী, নির্বাসিতও হতে পারেন নাইট অধিনায়ক।
নিয়ম অনুযায়ী, চলতি আইপিএলে দ্বিতীয়বার একই ভুল হলে অধিনায়ককে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ জরিমানার অঙ্ক বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। পাশাপাশি দলের প্রত্যেকের ৬ লক্ষ টাকা করে অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হবে। তৃতীয়বার মন্থর ওভার রেট হলে শাস্তি আরও বাড়বে। অধিনায়কের সেক্ষেত্রে ৩০ লক্ষ টাকা জরিমানা এবং ১ ম্যাচের নির্বাসন হবে। দলের প্রত্যেক সদস্যের ১২ লক্ষ টাকা জরিমানা অথবা ম্যাচ ফি-র ৫০ শতাংশ দিতে হবে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, দেড় ঘণ্টা বা ৯০ মিনিটের মধ্যে প্রতিটা দলকে ২০ ওভার বল করতে হবে৷ এর আগে নিয়ম ছিল ২০তম ওভার ৯০ মিনিটে শুরু করা যেতে পারে৷ কিন্তু এখন সেই নিয়ম বদলে হয়েছে ৯০ মিনিটের মধ্যে ২০ ওভার শেষ করতেই হবে৷ এক ঘণ্টায় যে কোনও দলকেই ১৪.১১ ওভার বল করতে হবে৷
কেকেআর অধিনায়ক মর্গ্য়ানের মতো মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিরও মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা করে জরিমানা হয়েছিল। আর একবার ভুল মানে রোহিত-ধোনিদেরও আরও কড়া শাস্তির মুখে পড়তে হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)