IPL 2021, KKR vs MI: বরাবরের কাঁটা মুম্বইয়ের বিরুদ্ধে আজ নামছে কেকেআর, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IPL 2021, Kolkata Knight Riders vs Mumbai Indians: আইপিএলে আজ নাইটদের অগ্নিপরীক্ষা। সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে যে দল কলকাতা নাইট রাইডার্সের কাছে ত্রাসের সমান।
আবু ধাবি: আইপিএলে (IPL) আজ নাইটদের (Kolkata Knight Riders) অগ্নিপরীক্ষা। কারণ, সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে যে দল কলকাতা নাইট রাইডার্সের কাছে ত্রাসের সমান। অথচ প্লে অফের দৌড়ে টিকে থাকতে গেলে জয় জরুরি শাহরুখের যোদ্ধাদের।
আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ২২ বার জিতেছে মুম্বই। মাত্র ৬ ম্যাচ জিতেছে কেকেআর। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে, কতটা একপেশে ভাবে ২ দলের লড়াইয়ে এগিয়ে রয়েছে মুম্বই। যদিও প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে নাইট শিবির। যা মুম্বই ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে সোনালি-বেগুনি বাহিনীকে।
সংযুক্ত আরব আমিরশাহিতে এবার নিজেদের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। বলের হিসাবে সবচেয়ে বড় জয় শাহরুখ খান-জুহি চাওলার দলের। ৬০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছিল কেকেআর। এর আগে ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিলেন নাইটরা। তবে গত সোমবারের বিরাট কোহলির বাহিনীকে হারিয়ে সেই রেকর্ড ছাপিয়ে গেল কেকেআর।
অন্যদিকে রোহিত, হার্দিকহীন মুম্বই ইন্ডিয়ান্স আমিরশাহিতে তাদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে গিয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সেদিন নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৫৬/৬। এরপর ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা খারাপ হয়নি। ৫ ওভারে ৩৫ রান তুলে ফেলেছিল তারা। তবে কুইন্টন ডি'কক ও অনমোলপ্রীত সিংহকে পরপর ফিরিয়ে চেন্নাইকে লড়াইয়ে রেখেছিলেন দীপক চাহার। ৪ ওভারে যিনি মাত্র ১৯ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। একমাত্র সৌরভ তিওয়ারি (৪০ বলে ৫০ রান) ছাড়া আর কেউই রান পাননি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান পর্যন্তই বোর্ডে তুলতে পারে মুম্বই।
বৃহস্পতিবার শেষ হাসি কার?
মুখোমুখি: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স
কখন ম্যাচ: সন্ধ্যা ৭.৩০
কোথায় খেলা: আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম
সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস হিন্দি চ্যানেলে ও হটস্টার অ্যাপে
ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, দুর্নীতি দমন শাখার নজরে দীপক হুডা