Deepak Hooda on IPL: ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, দুর্নীতি দমন শাখার নজরে দীপক হুডা
Deepak Hooda on IPL: ম্যাচ শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পঞ্জাবের এই ক্রিকেটার। এরপরই বোর্ডের অ্যান্টি কোরাপশন ইউনিটের নজরে চলে আসেন হুডা।
দুবাই: পঞ্জাব কিংসের জার্সিতে মঙ্গলবার খেলতে নেমেছিলেন। ব্যাট হাতে রান পাননি। দলকে জেতাতে পারেননি। তবে খবরে চলে এসেছেন দীপক হুডা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট। আর তার জন্যই এবার বোর্ডের দুর্নীতি দমন শাখার নজরে এসেছেন দীপক হুডা। ম্যাচ শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পঞ্জাবের এই ক্রিকেটার। এরপরই বোর্ডের অ্যান্টি কোরাপশন ইউনিটের নজরে চলে আসেন হুডা।
মাঠে নামার আগে একটি পোস্টে হেলমেট পরার ছবি পোস্ট করেছেন হুডা। সেখানে দেখা যাচ্ছে যে ক্যাপশনে তিনি লিখেছেন, 'হেয়ার উই গো।' কিন্তু এখানেই দুর্নীতি দমন শাখার নজরে এসেছে এই বিষয়টির। কিন্তু নিয়ম মেনে চলতে হয় ক্রিকেটারদের। সেখানে বলা হয়েছে যে ম্য়াচের আগে কীভাবে একজন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন, তা নিয়েই প্রশ্ন উঠছে।
Here we go💪@PunjabKingsIPL #PBKSvRR #IPL2021 #SADDAPUNJAB pic.twitter.com/UfujNTU9QG
— Deepak Hooda (@HoodaOnFire) September 21, 2021
বোর্ডের দুর্নীতি দমন শাখার দাবি, হুডার এই পোস্ট বোর্ডের দুর্নীতি বিরোধী গাইডলাইন ভঙ্গ করেছে। এই গোষ্ঠীর এক কর্তা বলেন, 'আমরা অবশ্যই ওর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে তদন্ত করব। কারণ দল সম্পর্কে তথ্য কোনওমতেই প্রকাশ্যে আনা যাবে না। আন্তর্জাতিক সিরিজ ও আইপিএলের আগে প্রতিটি দলের ক্রিকেটারদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হয়। এমনকী তাদের সুবিধার জন্য কয়েক পাতার নির্দেশিকাও দেওয়া হয়ে থাকে। গড়াপেটাকারী, অচেনা ও সন্দেহভাজনদের এড়িয়ে যাওয়ার জন্য ক্রিকেটারদের কোন পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ থাকে। এমন ধরনের পোস্ট নিয়ে তদন্ত করা যেতেই পারে।'
মঙ্গলবার পঞ্জাব আইপিএলের দ্বিতীয় পর্বে তাঁদের প্রথম ম্যাচে নেমেছিল। কিন্তু জেতা ম্যাচ হারতে হয় তাঁদের। মঙ্গলবার মহানাটকীয় ম্যাচের সাক্ষী ছিল দুবাই। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জেতার জন্য ১৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে ওপেনিং পার্টনারশিপে ১২০ রান তুলল পঞ্জাব কিংস। ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন ময়ঙ্ক অগ্রবাল। ৪৩ বলে ৬৭ রান করলেন কর্নাটকের ব্যাটসম্যান। হাফসেঞ্চুরির মাত্র এক রান আগে থামতে হয় কে এল রাহুলকে। ৪৯ রান করেন পঞ্জাব অধিনায়ক। দুই ওপেনার ফেরার পরেও এইডেন মারক্রাম (অপরাজিত ২৬ রান) ও নিকোলাস পুরান (২২ বলে ৩২ রান) ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখেছিলেন। কিন্তু শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৪ রান। তবে রাজস্থানের কার্তিক ত্যাগীর দুরন্ত বোলিং ম্যাচের রং বদলে দেয়। শেষ ওভারে ১ রান মাত্র বোর্ডে তুলতে পারে পঞ্জাব। ম্যাচে খাতা খোলার আগেই প্য়াভিলিয়নে ফেরেন হুডাও।