এক্সপ্লোর
Advertisement
MS Dhoni: খোশমেজাজে ধোনিরা, কেউ খেলছেন ফুটবল, কেউ ওড়াচ্ছেন ঘুড়ি
খোশমেজাজে ক্যাপ্টেন কুল। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)।
দুবাই: খোশমেজাজে ক্যাপ্টেন কুল। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। অধিনায়ক যে ফুরফুরে মেজাজে থাকবেন, স্বাভাবিক। চেন্নাইয়ের প্র্যাক্টিসে ফুটবল খেলায় মাতলেন ধোনি-ফাফ ডুপ্লেসি-দীপক চাহাররা। ধোনির ফুটবল খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ধোনি বরাবরই ফুটবল খেলতে ভালবাসেন। ছোটবেলা তাঁর স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। স্কুলের ফুটবল দলে গোলকিপিং করতেন। সেখান থেকে স্কুল ক্রিকেট দলের বাঙালি কোচ কেশব ভট্টাচার্য কার্যত জোর করেই ক্রিকেট প্র্যাক্টিসে যোগ দিতে বলেন। সেখানে তাঁকে দিয়ে শুধু উইকেটকিপিং করাতেন। পরে ব্যাট হাতেও নিজেকে চেনাতে শুরু করেন ধোনি। স্কুল দলের হয়ে ওপেনও করেছেন। তারপর রাজ্য ও জাতীয় দলে সুযোগ। বাকিটা ইতিহাস।
ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন নেট সেশনের আগে ওয়ার্ম আপের জন্য ফুটবল খেলার প্রচলন করেছিলেন ধোনি। যে রীতি এখনও চলছে ভারতীয় শিবিরে। এমনকী, আইপিএলে চেন্নাই সুপার কিংস শিবিরেও ওয়ার্ম আপের মাধ্যম হিসাবে ফুটবল চালু করেছেন ক্যাপ্টেন কুল।
ধোনির সঙ্গেই ফুটবলে মেতেছেন ফাফ ডুপ্লেসি, দীপক চাহাররা। সেই ছবি পরে সিএসকে-র তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। দলের তারকা লেগস্পিনার ইমরান তাহির আবার মরুদেশের সমুদ্র সৈকতে ঘুড়ি উড়িয়েছেন। সব মিলিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর খুশিতে ডগমগ করছে হলুদ বাহিনী। এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধ শুরু করেছে দারুণভাবে। গতবারের ব্য়র্থতার ছবিটা মুছে দিতে মরিয়া ধোনি ও তাঁর সতীর্থরা।
কাল, শুক্রবার বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হওয়ার আগে যে ছবি সিএসকে ভক্তদের আশাবাদী করে তুলবেই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement