MS Dhoni T20 Record: ধোনির এই কীর্তি কোহলি ছাড়া কারও নেই
জাতীয় দলের মতো সিএসকে-তেও সাত নম্বর জার্সি পরে খেলেন। তাঁর নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে।
![MS Dhoni T20 Record: ধোনির এই কীর্তি কোহলি ছাড়া কারও নেই IPL 2021: MS Dhoni become second player after Virat Kohli to play 200 matches for a single team MS Dhoni T20 Record: ধোনির এই কীর্তি কোহলি ছাড়া কারও নেই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/16/7e8b6e61f4af5c0ec2e61a510cd52195_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: প্রথম আইপিএল থেকে তিনি চেন্নাইয়ের জার্সিতে খেলছেন। মাঝে দু'বছর চেন্নাই নির্বাসিত থাকার সময় শুধু রাইজিং পুণে সুপারজায়ান্টেরা জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। নির্বাসন কাটিয়ে চেন্নাই আইপিএলে ফেরার পর ফের হলুদ জার্সিতে ফিরেছেন। তিনি 'ক্যাপ্টেন কুল'। মহেন্দ্র সিংহ ধোনি। শুক্রবার যিনি একটি অনন্য রেকর্ড গড়ে ফেললেন।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ সিএসকে-র জার্সিতে ধোনির দুশোতম ম্যাচ। একই দলের হয়ে দুশো ম্যাচ এর আগে শুধুমাত্র বিরাট কোহলির রয়েছে। প্রথম আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন কোহলি। আরসিবির হয়ে ২০৯টি ম্যাচ খেলেছেন তিনি। এখন আরসিবি অধিনায়কও বিরাট।
ধোনি অবশ্য প্রথম আইপিএল থেকে সিএসকে অধিনায়ক। জাতীয় দলের মতো সিএসকে-তেও সাত নম্বর জার্সি পরে খেলেন। তাঁর নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। ধোনির দুশো ম্যাচ অবশ্য শুধু আইপিএলে নয়। আইপিএলে সিএসকে-র হয়ে ১৭৬টি ম্যাচ খেলেছেন ধোনি। আর ২৪টি ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। বিশ্বের সেরা আঅইপিএল দলগুলিকে নিয়ে যে টুর্নামেন্টের আয়োজন করত ভারতীয় ক্রিকেট বোর্ড।
জানেন কোহলি-রোহিতদের বছরে কত টাকা দেবে বোর্ড?
মরসুমের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সাধারণ বোলিং ডুবিয়েছিল দলকে। দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাই মরসুমের দ্বিতীয় ম্যাচ জিততে তাই মরিয়া ধোনি, সুরেশ রায়নারা। তবে পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে চিন্তায় সিএসকে। প্রথম ম্যাচে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছে ধোনিকে। সময়ে বোলিং শে। করতে না পারায় ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল সিএসকে অধিনায়ককে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরও কঠিন হতে পারে শাস্তি। নির্বাসিত হতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কিন্তু কেন? মন্থর ওভার রেটের বিরুদ্ধে এ মরসুমে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বেঁধে দেওয়া হয়েছে নির্ধারিত ২০ ওভার শেষ করার সময়সীমা। ফের যদি সময়ে বল শেষ করতে না পারে সিএসকে, তাহলে সমস্যায় পড়তে পারেন ধোনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)