KKR News: 'দ্য গ্রেট ছাঁটাই'! এই কারণেই আইপিএলে খেলছেন না কামিন্স?
অনেকের মনে পড়ে যাচ্ছে টেনিদার গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র টেনিদা সঙ্গী প্যালারামকে নাপিতের কাছে নিয়ে গিয়ে গ্রেট ছাঁটাই করিয়েছিল। এমন ছিল সেই ছাঁট যে, বিয়েবাড়ি যেতে পারেনি প্যালা।
সিডনি: দলের সেরা পেস অস্ত্র তিনি। নিলামের টেবিল থেকে সাড়ে ১৫ কোটি টাকা খরচ করে কলকাতা নাইট রাইডার্স (KKR) ঘরে তুলেছিল তাঁকে। অথচ আইপিএলের দ্বিতীয় পর্বে প্যাট কামিন্স (Pat Cummins) খেলছেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন। শেষ মুহূর্তে তাঁর পরিবর্তে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে সই করিয়েছে কেকেআর।
কিন্তু কেন খেলছেন না কামিন্স? অস্ট্রেলীয় পেসার নিজেই সেই কারণ ফাঁস করলেন। যা প্রকাশ্যে আসতেই শোরগোল।
কামিন্স ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি পোস্ট করেছেন। যার একটিতে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়ে আছেন। পরের ছবিতে তিনি পিছনের দিকে ঘুরে দাঁড়িয়ে। এবং দ্বিতীয় সেই ছবিতে দেখা যাচ্ছে যে, তাঁর হেয়ারস্টাইলে বিপর্যয়। কামিন্স লিখেছেন, 'আমার আইপিএল না খেলার প্রকৃত কারণ'।
পিছনের দিকে ইংরেজি ভি হরফের মতো করে চুল কাটা অনেকের কাছেই ভীষণ প্রিয়। মহেন্দ্র সিংহ ধোনিকে প্রায়শই দেখা যায় এই ছাঁটে। সেই হেয়ারস্টাইলই করতে গিয়েছিলেন কামিন্স। এবং তাতেই বিপত্তি!
যা শুনে অনেকের মনে পড়ে যাচ্ছে টেনিদার গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট বিখ্যাত চরিত্র টেনিদা সঙ্গী প্যালারামকে নাপিতের কাছে নিয়ে গিয়ে গ্রেট ছাঁটাই করিয়েছিল। এমন ছিল সেই ছাঁট যে, বিয়েবাড়ি যেতে পারেনি প্যালারাম। পরে সেই নিদারুণ অভিজ্ঞতা পাঠকদের জানিয়েছিল পটলডাঙার প্যালা।
তবে কামিন্স নিছকই মজা করে পোস্টটি করেছেন। কলকাতা নাইট রাইডার্সের সতীর্থরাও তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুনসুটি করেছেন। দীনেশ কার্তিক লিখেছেন, 'এর চেয়ে খারাপ কিছু হতে পারে না'। শুভমন গিল লিখেছেন, 'আমরা সকলেই জানি'। কেকেআরের মেন্টর অভিষেক নায়ারের প্রতিক্রিয়া, 'এই ছাঁট বোঝার জন্য তো তোমাকে শিল্পী হতে হবে। তোমাকে ভালই লাগছে।' তাতে কামিন্সের জবাব, 'তোমার মধ্যে বড় কোচ হওয়ার সবরকম গুণ দেখতে পাচ্ছি'।
তবে, তাঁর স্ত্রী সন্তান জন্ম দেওয়ায় আইপিএল খেলছেন না কামিন্স। পরিবারকে সময় দিচ্ছেন তারকা পেসার।