IPL 2021, RR vs MI: প্লে অফের দৌড়ে থাকতে আজ ডু অর ডাই ম্যাচে মুখোমুখি রোহিত, স্যামসন
IPL 2021, RR vs MI: আইপিএলের প্রথম পর্বে দেশের মাটিতে যখন টুর্নামেন্ট হয়েছিল, তখন সেখানে প্রথম লেগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
শারজা: আইপিএলে আজ ডু অর ডাই ম্যাচ। মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ২২ গজে মুখোমুখি লড়াই। ২ দলই এখনও পর্যন্ত প্লে অফে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। কিন্তু সুযোগ রয়েছে। তাই ২ দলের কাছেই এই লড়াই কোথাও একটা ডু অর ডাই, এমনটা বলাই যায়।
পয়েন্ট টেবিলে এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে ৭ নম্বরে। অন্যদিকে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস রয়েছে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে। আইপিএলের প্রথম পর্বে দেশের মাটিতে যখন টুর্নামেন্ট হয়েছিল, তখন সেখানে প্রথম লেগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ৭ উইকেট জয় পেয়েছিল মুম্বই। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে খুব একটা ভাল পারফর্ম করতে পারেনি রোহিতের দল। শেষ ৫ ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
উল্টোদিকে রাজস্থান রয়্য়ালসও তাঁদের শেষ ৫ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয় পেয়েছে। যদিও চেন্নাই ম্যাচে ১৯০ রান তাড়া করতে নেমে অনবদ্য জয় পেয়েছে তাঁরা। ব্যাট হাতে ওপেনিংয়ে ঝড় তুলেছেন যশস্বী জয়সবাল। মিডল অর্ডারে শিভব দুবেও আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সিএসকে'র বিরুদ্ধে এই জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে রাজস্থান শিবিরকে। মুম্বই তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরেছে। মুম্বইয়ের শক্তিশালী ব্যাটিং লাইন আপও ব্যর্থ হয়েছে সেই ম্যাচে। রোহিত শর্মা নিজেও শেষ কয়েকটি ম্যাচে রান পাননি। অধিনায়কের রানের মধ্যে না থাকার প্রভাব পড়েছে দলেও।
রাজস্থান ও মুম্বই ২ দলের ঝুলিতেই রয়েছে এই মুহূর্তে ১২ ম্যাচে ১০ পয়েন্ট। এই পরিস্থিতিতে শারজায় আজকে হতে চলা ম্যাচে জিততে মরিয়া থাকবে ২ দলই। এদিকে গতকাল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস।