Avi Barot Death: আইপিএল ফাইনাল দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তরুণ ক্রিকেটারের
মাত্র ২৯ বছরে প্রয়াত অভি বারট সৌরাষ্ট্রের পাশাপাশি খেলেছেন গুজরাত ও হরিয়ানার হয়েও। ২০১৯-২০ মরসুমে বাংলাকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া সৌরাষ্ট্র দলে ছিলেন অভি।
রাজকোট: আইপিএল ফাইনাল জিতে চেন্নাই সুপার কিংস শিবিরে উৎসবের আবহ। ঠিক তখনই আঁধার নামল সৌরাষ্ট্রের ক্রিকেট মহলে। মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত হলেন সৌরাষ্ট্রের ক্রিকেটার অভি বারট। আইপিএল ফাইনালে দেখার সময়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
অভি একসময় সৌরাষ্ট্রের অনূর্দ্ধ-১৯ দলের অধিনায়ক ছিলেন। শুক্রবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মাত্র ২৯ বছর বয়সে। আইপিএল ফাইনাল খেলা দেখার সময়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা মর্মান্তিক খবরটি দিয়েছে শনিবার।
মাত্র ২৯ বছরে প্রয়াত অভি বারট সৌরাষ্ট্রের পাশাপাশি খেলেছেন গুজরাত ও হরিয়ানার হয়েও। ২০১৯-২০ মরসুমে বাংলাকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া সৌরাষ্ট্র দলে ছিলেন অভি। শনিবার সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, “সৌরাষ্ট্রের অন্যতম সেরা তারকা অভি বারটের অকাল প্রয়াণে সকলে শোকস্তব্ধ।” সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে ট্যুইট করে লেখা হয়, “দারুণ একজন তারকা অভি বারটকে হারিয়ে আমরা শোকস্তব্ধ। এমন খবর ভীষণই হৃদয়বিদারক। ঈশ্বরের কাছে ওঁর আত্মার শান্তি কামনা করি। অভি, তোমাকে আমরা মিস করব।”
অভি বারট ডানহাতি ব্যাটার ছিলেন। সেই সঙ্গে অফস্পিন বোলিংও করতেন। ৩৮টি প্ৰথম শ্রেণির ম্যাচ খেলার পাশাপাশি ৩৮টি লিস্ট এ ম্যাচ ও ২০টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন তিনি। সৌরাষ্ট্রের এই উইকেটকিপার ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৪৭ রান করেছেন। লিস্ট-এ এবং টি-টোয়েন্টি ম্যাচে বারটের রান যথাক্রমে ১০৩০ এবং ৭১৭।
সৌরাষ্ট্রের হয়ে বারট খেলেছেন ২১টি রঞ্জি ট্রফি ম্যাচ, ১৭টি লিস্ট-এ এবং ১১টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ। ২০১১ সালে বারট ভারতীয় যুব দলের অধিনায়কও ছিলেন। কিছুদিন আগেই বারট নজরে উঠে এসেছিলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গোয়ার বিরুদ্ধে ৫৩ বলে ১২২ রানের ঝোড়ো ইনিংস খেলে।
সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব জয়দেব শাহ বারটের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বলেছেন, “অভির মৃত্যু অবিশ্বাস্য। দুরন্ত ক্রিকেটার হওয়ার পাশাপাশি মানুষ হিসেবেও ভাল ছিল ও। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিল ও।”