SRH vs MI 1st Inning Highlights: ঈশান-সূর্যের বিধ্বংসী ব্যাটিংয়ে আবু ধাবিতে রানের পাহাড়ে মুম্বই
IPL 2021 SRH vs MI 1st Inning Highlights: বিশাল ব্যবধানে জয় ছাড়া আর কোনও উপায় নেই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। সেই লক্ষ্যেই মাঠে নেমে শুরুটা দুর্দান্ত করল রোহিত শর্মার দল। আবু ধাবিতে রানের বন্যা।
আবু ধাবি: দুরন্ত, অনবদ্য, বিধ্বংসী। যত বিশেষণ যোগ করা যায়, ততই কম। টি-টোয়েন্টির যুগে একেবারে পয়সা উসুল ইনিংস। বিশাল ব্যবধানে জয় ছাড়া আর কোনও উপায় নেই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। সেই লক্ষ্যেই মাঠে নেমে শুরুটা দুর্দান্ত করল রোহিত শর্মার দল। ব্যাট হাতে আবু ধাবিতে ঝড় তুললেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব।
এর আগে টস জিতে স্বাভাবিকভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। ১১টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৩২ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ঈশান। অন্যদিকে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৮২ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ২৩৫ রান তুলে নিয়েছিল মুম্বই। রোহিত শর্মা এদিন রান পাননি।
বিশাল লক্ষ্যমাত্রা ছিল। ২৩৫ রান করলে জয় আসবে। এই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জয় যে তাদের আসবে না, তা নিশ্চিত ছিলই। তাছাড়া জিতলেও কোনও লাভ হত না হায়দরাবাদের। কিন্তু সবার নজরে ছিল যে মুম্বই ৬৫ রানের মধ্যে অল আউট করতে পারে কিনা হায়দরাবাদকে। তবে সেই সম্ভাবনায় প্রথমেই জল ঢেলে দিল হায়দরাবাদের ওপেনিং জুটি। জেসন রয় ও অভিষের শর্মা মিলে দ্রুত গতিতে রান তোলা শুরু করেন। মুম্বইয়ের ব্যাটারদের মতোই চালিয়ে খেলে মাত্র ৫.২ ওভারে বোর্ডে ৬৪ রান তুলে দিয়েছিল সানরাইজার্স। ততক্ষণে মুম্বইয়েই আইপিএল থেকে এবারের মতো ছুটি হয়ে গিয়েছিল। শুধু নিয়মরক্ষার বাকি ম্যাচ খেলা চলছিল। যেই খেলাকে কিছুটা জমিয়ে দিলেন এই ম্যাচে হায়দরাবাদ অধিনায়ক মণীশ পাণ্ডে। তিনি অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন। হায়দরাবাদ তাদের ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রানই তুলতে পারে শেষ পর্যন্ত।
এদিন অন্য় একটি ম্যাচে আরসিবি হারিয়ে দেয় দিল্লি ক্যাপিটালসকে। ৭ উইকেটে ঋষভ পন্থের দলকে হারিয়ে দেয় বিরাট কোহলির দল।