IPL 2021 Upate: জোড়া ভ্যাকসিন নেওয়া থাকলেই মাঠে বসে আইপিএল দেখার সুযোগ
আইপিএলে মাঠে ফিরতে চলেছে দর্শক। সব কিছু ঠিকঠাক চললে গ্যালারি থেকে প্রিয় দলের হয়ে গলা ফাটানোর সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। শর্ত শুধু একটাই, ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকতে হবে।
দুবাই: আইপিএলে মাঠে ফিরতে চলেছে দর্শক। সব কিছু ঠিকঠাক চললে গ্যালারি থেকে প্রিয় দলের হয়ে গলা ফাটানোর সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। শর্ত শুধু একটাই, ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকতে হবে।
করোনার ধাক্কায় স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। টুর্নামেন্টের প্রথমার্ধ হয়েছিল ভারতে। তবে করোনার কারণে সেই সময়েও দর্শকাসনে দেখা যেত না দর্শকদের। এ বার কিন্তু বদলাতে চলেছে সেই ছবি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল-এর বাকি পর্ব। প্রিয় দলের জন্য মাঠে বসে গলা ফাটাতে পারবেন দর্শকরা। কেউ চাইলে সংযুক্ত আরব আমির শাহিতে যেতেই পারেন এবং প্রিয় দলের জন্য গলা ফাটাতেই পারেন। সংযুক্ত আরব আমিরশাহি সরকারের তরফ থেক বলা হয়েছে যদি কারোর টিকা নেওয়া থাকে তাহলে তিনি মরুদেশে আসতেই পারেন। তবে সেই টিকা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা ভুক্ত হতে হবে। পর্যাপ্ত টিকা নেওয়া থাকলেই রবিবার থেকে আমিরশাহিতে ঢোকা যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আমিরশাহি সরকার ইতিমধ্যেই জানিয়েছে দুটি টিকা নেওয়া থাকলে দর্শকরা মাঠেও ঢুকতে পারবেন। অর্থাৎ মাঠে বসে আইপিএল দেখার আর কোনও বাধা রইল না।
আইপিএলের (IPL) প্লে অফে উঠলে কি মঈন আলি বা স্যাম কারানকে পাবে না মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস? আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ঋষভ পন্থদের দিল্লি ক্যাপিটালস। প্লে অফে ওঠার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে দিল্লি। কিন্তু প্লে অফে কি টম কারানকে খেলাতে পারবে দিল্লির টিম ম্যানেজমেন্ট?
প্লে অফে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ইংরেজ ক্রিকেটারদের পাওয়া যাবে কি না, তা নিয়ে আইপিএলের দলগুলির মধ্যে ধন্দ তৈরি হয়েছে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তানের বিরুদ্ধে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। ম্যাচদুটি হওয়ার কথা ১৪ ও ১৫ অক্টোবর, পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে। তার আগে ৯ অক্টোবর পাকিস্তানে পৌঁছে যাওয়ার কথা ইংরেজ ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে দুই পর্বে চূড়ান্ত প্রস্তুতি সারবে ইংল্যান্ড। যার মধ্যে প্রথম হল পাকিস্তানের বিরুদ্ধে এই দুই টি-টোয়েন্টি ম্যাচ। পরের পর্বে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ইংল্যান্ড। এই চার ম্যাচেই পুরো দলকে চাইছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
এদিকে ৮ অক্টোবর আইপিএলের গ্রুপ পর্বের খেলা মিটছে। তারপর ১০ অক্টোবর কোয়ালিফায়ার ওয়ান, ১১ অক্টোবর এলিমিনেটর ও ১৩ অক্টোবর কোয়ালিফায়ার টু হবে। ফাইনাল ১৫ অক্টোবর। সেই হিসাবে প্লে অফে উঠলে দলের ইংরেজ ক্রিকেটারদের পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের কাছে সংশ্লিষ্ট ক্রিকেটারদের আরও কিছুদিন রাখতে চেয়ে কোনও আবেদন ফ্র্য়াঞ্চাইজিগুলি করতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে বিশেষ কোনও ছাড় দেওয়া হয় কি না, তা এখনও নিশ্চিত নয়। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে যে, ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ইংল্যান্ড শিবির এতটা মরিয়া যে, এরকম অনুরোধ তারা প্রত্যাখ্যান করতে পারে।