IPL 2021: কখনও মাথা নিচু করোনি, কোহলির উদ্দেশে আবেগপূর্ণ বার্তা দিদির
বিরাটের দিদি ভাবনা কোহলি ধিংড়া সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ভাইয়ের জন্য কতটা গর্বিত তিনি। আরসিবির এই মরসুমের আইপিএল থেকে প্রস্থানের পরেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাবনা এই আবেগঘন বার্তাটি পোস্ট করেন।
দুবাই: কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোমবারের সেই ম্যাচের ওপর দাঁড়িয়েছিল আরসিবি-র ট্রফি ভাগ্য। জিতলে ট্রফির দৌড়ে থাকত দল। হারলে ফের শূন্য় হাতেই বিদায়ের যন্ত্রণা।
সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের প্লে অফে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের মুখ দেখতে হয়েছিল বিরাটের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আইপিএলে আরসিবির অধিনায়ক হিসেবে এটিই ছিল বিরাটের শেষ ম্যাচ। সেকথা বিরাট দ্বিতীয় পর্বের শুরুতেই জানিয়ে দিয়েছিলেন। তাই আরসিবির অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হওয়া হল না বিরাটের। অধিনায়ক হিসাবে শেষ ম্যাচের পরে তাঁর উদ্দেশে এক আবেগঘন বার্তা লিখলেন বিরাটের দিদি।
বিরাটের দিদি ভাবনা কোহলি ধিংড়া সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ভাইয়ের জন্য কতটা গর্বিত তিনি। আরসিবির এই মরসুমের আইপিএল থেকে প্রস্থানের পরেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাবনা এই আবেগঘন বার্তাটি পোস্ট করেন। উল্লেখ্য আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই এক বিবৃতিতে বিরাট জানিয়েছিলেন আরসিবির অধিনায়ক হিসেবে এটিই তার শেষ মরসুম।
ভাবনা নিজের ইনস্টাগ্রামে লেখেন ‘অধিনায়ক হিসেবে তুমি নিজের সেরাটা দিয়েছ। তুমি সব সময় নিজের এবং দলের মাথা উঁচু করেছ। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তুমি নিজের মাথা কোন দিনও নিচু করোনি। তুমি একজন অসাধারণ অধিনায়ক ছিলে এবং বরাবর থাকবে। আরসিবির অধিনায়কত্ব এবং তোমার নাম সমার্থক হয়ে থাকবে। তুমি বরাবর আমার কাছে শ্রদ্ধার পাত্র হয়েই থাকবে। তোমার জন্য আমরা সকলে গর্বিত।’
কলকাতা নাইট রাইডার্সের (Kolakta Knight Riders) বিরুদ্ধে ৪ উইকেটে হারের পর ড্রেসিংরুমে গিয়ে কোহলি বলেছিলেন, "সত্যি বলতে ২০১৬ সালের পর থেকে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। সবকটা মুহূর্ত আমার কাছে খুবই স্পেশ্যাল। তবে এবারের অভিযান একেবারেই আলাদা ছিল। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। সাফল্য হোক কিংবা ব্যর্থতা সবাই প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। আর এটাই দলের আমার কাছে স্মরণীয় হয়ে থেকে যাবে।"