IPL 2022: ভারতীয় দলের বাইরে, অথচ এক লাফে ৪ কোটি টাকা দাম বেড়ে গেল হার্দিকের!
Hardik Pandya: সাত বছর আগে, ২০১৫ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দেন আনক্যাপড ক্রিকেটার হিসাবে। বেতন? মাত্র ১০ লক্ষ টাকা। এবার পাচ্ছেন ১৫ কোটি টাকা।
আমদাবাদ: সাত বছর আগে, ২০১৫ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দেন আনক্যাপড ক্রিকেটার হিসাবে। বেতন? মাত্র ১০ লক্ষ টাকা।
মুম্বই ইন্ডিয়ান্সে খেলেই নিজেকে প্রমাণ করেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। সুযোগ করে নেন জাতীয় দলে। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ধূমকেতুর গতিতে উত্থান। ২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে ১১ কোটি টাকার বিনিময়ে খেলেছেন হার্দিক।
কিন্তু গত মরসুম খারাপ কেটেছে হার্দিকের। অস্ত্রোপচারের পরেও তাঁর পিঠের চোট ভুগিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন। কিন্তু গোটা টুর্নামেন্টে বল করতে পারেননি। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন বঢোদরার অলরাউন্ডার। আপাতত তিনি জাতীয় দলের বাইরে। রিহ্যাব করছেন মাঠে ফেরার জন্য।
হার্দিককে এবার রিটেনশন তালিকায় রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। সেই সুযোগে তাঁকে তুলে নিয়েছে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। দলের অধিনায়কও করেছে হার্দিককে। আর খারাপ সময়ের মধ্যেও হার্দিকের চুক্তির অঙ্ক বেড়েছে ৪ কোটি টাকা!
১৫ কোটি টাকায় হার্দিককে নিয়েছে আমদাবাদ। আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের জন্যও ১৫ টাকা খরচ করছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এছাড়া শুভমন গিলকে ৮ কোটি টাকায় দলে নিয়ে আমদাবাদ। সব মিলিয়ে তিন ক্রিকেটারের জন্য ৩৮ কোটি টাকা খরচ করেছে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি নিলামে ৫২ কোটি টাকা নিয়ে ক্রিকেটার কিনতে যাবে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি।
মার্চ মাসেই আইপিএল (IPL 2022) শুরু করার ইচ্ছা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। সব কিছু ঠিকঠাক চললে ২৭ মার্চ শুরু হতে পারে টুর্নামেন্ট। কোথায় টুর্নামেন্ট আয়োজন করা হবে, তাও মোটামুটিভাবে ভেবে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
শনিবার দশটি ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের একটি বৈঠক ছিল। সূত্রের খবর, সেখানে বোর্ডের তরফে দলগুলিকে জানানো হয়েছে, ২৭ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভেবে রেখেছে তারা। সেই সঙ্গে টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হিসাবে মুম্বইকে ঠিক করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মুম্বইয়েই দশ দলের সমস্ত ম্যাচ আয়োজন করা হবে।
আমদাবাদের হয়ে আইপিএল খেলবেন শুভমন, আবেগপূর্ণ বার্তা কেকেআরের