IPL 2022: আইপিএলে ভাল পারফরম্য়ান্স, ভারত সফরে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলে নোখিয়া ও পার্নেল
IPL 2022: গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার তেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়া শিবিরে যোগ দিচ্ছেন আনরিচ নোখিয়া। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলছেন প্রোটিয়া পেসার।
জোহানেসবার্গ: ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণ করা হল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের উড়ে আসছে প্রোটিয়া শিবির। আগামী ৯ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে এই টি-টোয়েন্টি (T-20) সিরিজ। সেই স্কোয়াডে ফিরে এলেন ২ তারকা প্রোটিয়া ক্রিকেটার আনরিচ নোখিয়া ও ওয়েন পার্নেল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার তেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়া শিবিরে যোগ দিচ্ছেন আনরিচ নোখিয়া। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলছেন প্রোটিয়া পেসার।
আইপিএলে এই মুহূর্তে নোখিয়া ছাড়াও খেলছেন একাধিক প্রোটিয়া তারকা। সেই তালিকায় রয়েছেন, কুইন্টন ডি কক, এইডেন মার্করম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডোয়েন প্রিটোরিয়াস সহ আরও অনেকে। রয়েছেন কাগিসো রাবাডা, ভান ডার ডুসেন, মার্কো ইয়েনসেনরাও। তাঁরাও ভারত সফরের দলে রয়েছেন।
হল অফ ফেমে গেল, এবিডি
আরসিবির হল অফ ফেমে জায়গা করে নিলেন ক্রিস গেল ও এবি ডিভিলিয়ার্স। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘদিন খেলেছেন ২ তারকা ক্রিকেটার। এবিডি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে ক্রিস গেলকে (Chris Gayel) আরসিবি ছেড়ে দিয়েছিল। এরপর পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি। আরসিবির জার্সিতে অবদান রাখার জন্য এই কিংবদন্তী ২ ব্যাটারকে সম্মানিত করা হয়েছে। ২ জনেই বছরের পর বছর ধরে নিজেদের হার্ড হিটিংয়ের সৌজন্যে সমর্থকদের বিনোদন দিয়ে গিয়েছেন। বিরাট কোহলি নিজে এবিডি ও গেলকে আইপিএলে অবদান রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
বিরাট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''তোমাদের দুজনের জন্য এটুকু করতে পারাটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আমরা সবাই দেখেছি যে কীভাবে তোমরা আইপিএলকে এক অন্য মাত্রা এনে দিয়েছিলেন বছরের পর বছর। আমি ১১ বছর এবিডির সঙ্গে খেলেছি। ৭ বছর ক্রিস গেলের সঙ্গে খেলেছি। ২ জনের সঙ্গেই যাত্রা শুরু হয়েছিল ২০১১ সাল থেকে। দু জনেই দারুণ পারফর্মার।''
আরো পড়ুন: প্লে অফের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ মুম্বইয়ের বিরুদ্ধে নামছে সানরাইজার্স