MS Dhoni Record: আবার রেকর্ডবুকে ধোনি, পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে গড়লেন এই নজির
MS Dhoni Record: ব্যাট হাতে ৬ বলে ১৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। আর একইসঙ্গে ব্যাটার হিসেবে নতুন রেকর্ডের মালিক হলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।
![MS Dhoni Record: আবার রেকর্ডবুকে ধোনি, পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে গড়লেন এই নজির IPL 2022, CSK vs LSG: MS Dhoni Record Surpasses 7000 run mark t20 cricket, 5th Indian player To Reach 7000 Runs MS Dhoni Record: আবার রেকর্ডবুকে ধোনি, পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে গড়লেন এই নজির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/9e4340300cc0fb5fcd8584d3ef2def86_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এখনও যে তিনি ফুরিয়ে যাননি, তার প্রমাণ তিনি ব্যাট হাতে দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ম্যাচেই। ব্যাট হাতে ৬ বলে ১৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। আর একইসঙ্গে ব্যাটার হিসেবে নতুন রেকর্ডের মালিক হলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ৭ হাজার রান পূর্ণ করলেন এমএসডি। ২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ধোনি।
ধোনি ধামাকা
এদিন ২টো বাউন্ডারি ও ১টি ওভা বাউন্ডারি হাঁকিয়েছিলেন ধোনি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে সিএসকেকে দুশোর গণ্ডি পার করিয়ে দিতে সাহায্য করে ধোনির ইনিংস। এর সঙ্গে সঙ্গেই বিশ্বের ৩৪ তম প্লেয়ার হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রান পূরণ করলেন তিনি। তালিকায় প্রথম পাঁচে রয়েছেন বিরাট। ১৪.৫৬২ রান করে তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেল। দ্বিতীয় স্থানে রয়েছেন শোয়েব মালিক। তাঁর ঝুলিতে রয়েছে ১১, ৬৯৮ রান। এরপরের স্থানে আছেন কায়রন পোলার্ড, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি।
কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) দল ও তাদের পারফরম্যান্স দেখলে অন্তত এই প্রবাদটার সত্যতা সম্পর্কে কোনও সন্দেহ থাকে না। দলের গড় বয়সই ত্রিশের ওপর। কিন্তু বয়সকে তুড়ি মেরে উড়িয়ে প্রতি মুহূর্তে টেক্কা বুড়োদের। শুরুটা করেছিলেন রবিন উথাপ্পা। মাঝে তরুণ শিভম দুবে ও মঈন আলি ব্য়াটিং ও শেষে চল্লিশের ধোনির ঝোড়ো ক্যামিও। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে রানের পাহাড়ে চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২১০ রান তুলে নিল রবীন্দ্র জাডেজার দল।
অর্ধশতরান মিস দুবের
মিডল অর্ডারে ওপরের দিকে তাঁকে পাঠানো হয়েছিল। সেই সুযোগ কাজেও লাগিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্য এদিন সঙ্গে ছিল না। ৪৯ রানে ক্যাচ আউট হয়ে ফিরলেন শিভম দুবে। ৩০ বলের ইনিংসে এই তরুণ অলরাউন্ডার ৫টি বাউন্ডারি ও ২টো পেল্লাই ছক্কা হাঁকান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)