IPL 2022: খোসা না ছাড়িয়ে আম খাবেন কীভাবে! পৃথ্বীকে শিখিয়ে দিলেন সতীর্থরা
IPL 2022: ক্রিকেটারদের জন্য আমের ব্যবস্থা করেছিল দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই আম খেতে গিয়েই নাজেহাল অবস্থা পৃথ্বী শ-র (Prithvi Shaw)।
মুম্বই: প্র্যাক্টিস চলছিল দিল্লি ক্যাপিটালসের (DC)। সেখানেই আচমকা হাজির পাকা টুসটুসে আম। ক্রিকেটারদের জন্য আমের ব্যবস্থা করেছিল দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই আম খেতে গিয়েই নাজেহাল অবস্থা পৃথ্বী শ-র (Prithvi Shaw)।
কেন?
কারণ, পাকা আম হাতে পেলেও তা কাটার কিছুই নেই। না ছুরি, না অন্য কোনও ধারাল বস্তু। অগত্যা পৃথ্বী প্রশ্নই করে বসলেন, 'খাব কীভাবে?'
মুশকিল আসান
মুশকিল আসান হয়ে হাজির হন দিল্লি ক্যাপিটালসে পৃথ্বীর সতীর্থরাই। তাঁকে দেখিয়ে দেন, কীভাবে খোসা না ছাড়িয়েও স্রেফ দাঁতের সাহায্যে একটা ফুটো করে পাকা আম খাওয়া যায়। পৃথ্বীও তা দেখে খুশি। আমের স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগ করলেন তিনি। পরে দিল্লি ক্যাপিটালসের তরফে গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।
রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই মাঠ ছেড়েছিলেন তিনি। নিজের ওভার শেষ না করেই। তারপর থেকেই সমর্থকরা উদ্বেগে। ফের কি চোট পেলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)?
কোনও চোট নয়। স্রেফ পায়ে টান ধরেছিল। তাই ওভার শেষ না করেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। এমনটাই জানালেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক। যিনি চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন। এমনকী ভারতীয় দলে নিজের জায়গা হারিয়েছেন।
মাঠ ছাড়েন হার্দিক
ঠিক কী হয়েছিল? কোনওরকম সমস্যা ছাড়াই ১৮ তম ওভারে তিনটি বল করেন হার্দিক। দ্বিতীয় বলে আউট করেন জিমি নিশামকে। কিন্তু চতুর্থ বল করার সময় দৌড় শুরু করেও থেমে যান। তারপর মাঠ ছেড়ে চলে যান। তাঁর ওভার শেষ করেন বিজয় শঙ্কর। দেখা যায়, ডান পায়ের ঊরুর কাছে যেন অস্বস্তি হচ্ছে হার্দিকের। হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে বলেও অনেকে আশঙ্কা করতে থাকেন। যদিও ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজেই সেই উদ্বেগ দূর করেন হার্দিক। তিনি বলেন, ‘স্রেফ টান ধরেছিল। গুরুতর কোনও বিষয় নয়।’
আরও পড়ুন: ষোলো আনা বাঙালিয়ানা, পাঞ্জাবি আর মিষ্টিমুখে নববর্ষ উদযাপন কেকেআর তারকাদের