IPL 2022: পুরনো সতীর্থ এখন অধিনায়ক, আইপিএল শুরুর আগে শুভেচ্ছা বার্তা রায়নার
IPL 2022: অন্য়দিকে আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় ওপরের দিকে থাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজিই রায়নাকে (suresh raina) নিতে চায়নি। কিন্তু বন্ধু তো নতুন দলের অধিনায়ক।
লখনউ: আইপিএলে একই দলে খেলেছেন। দীর্ঘ দিনের বন্ধুত্ব। কিন্তু এই মরসুমে আর একসঙ্গে দেখা যাবে না তাঁদের। একজন দলই পাননি এবার। অন্যজন নতুন একটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তবে বন্ধুত্বে কোনওভাবেই ফাটল ধরেনি। তাই একসময়ের সতীর্থ ফাফ ডু প্লেসিকে (Faf Du Plessis) এবার শুভেচ্ছা জানালেন সুরেশ রায়না। আসন্ন মরসুমে আরসিবির অধিনায়ক হিসেবে দেখা যাবে প্রাক্তন প্রোটিয়া তারকাকে। অন্য়দিকে আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় ওপরের দিকে থাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজিই রায়নাকে নিতে চায়নি। কিন্তু বন্ধু তো নতুন দলের অধিনায়ক।
ফাফ নিজে একটি পোস্ট করে লিখেছিলেন, ''দুর্দান্ত অনুভূতি। আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই দায়িত্ব পেয়ে। আরও একটা আইপিএল মরসুম স্মরণীয় করে রাখতে চাই। সামনের দিকে তাকাতে চাই।'' সেই পোস্টেই রায়না কমেন্ট করেন, ''ক্যাপ্টেন, এগিয়ে চলো, ভালো খেল।'' পালটা ধন্যবাদ জানিয়ে রায়নাকে ফাফ লিখেছেন, ''ভাই, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা।''
এর আগে চেন্নাইয়ের লিডারশিপ গ্রুপে তিনি ছিলেন বলে জানিয়েছেন ফাফ। তিনি বলেন, ''আমি খুব সৌভাগ্যবান যে আমি চেন্নাইয়ের মতো দলে এত দুর্দান্ত লিডারশিপে খেলতে পেরেছি এতদিন। ওখানে কখনও যদি কোনও ইনপুট দেওয়ার থাকত, আমি দিতাম। ধোনি অধিনায়ক থাকলেও সবসময়ই আমি কিছু না কিছু ওকে বলতাম যদি আমার দলের জন্য ঠিক মনে হত। তা স্ট্র্যাটেজি হোক, গেমপ্ল্যান হোক বা টিম কম্বিনেশনের ক্ষেত্রেই হোক।''
উল্লেখ্য, গত মরসুমেই আইপিএল শুরুর আগেই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর অধিনায়ক থাকছেন না। এরপরই আরসিবির অধিনায়ক কে হবেন, তা নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও ফ্র্যাঞ্চাইজি গ্লেন ম্যাক্সওয়েলকে রিটেন করায়, মনে হয়েছিল যে তাঁকেই হয়ত অধিনায়ক নির্বাচিত করা হবে। কিন্তু নিলাম থেকে আরসিবি দলে নিয়ে নিয়েছে ফাফ ডু প্লেসি ও দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ তারকাকে। এরপরই ফাফ ডু প্লেসিকে অধিনায়ক নির্বাচিত করা হয়।