IPL 2022: জাতীয় দলে খেলেছেন, আইপিএলে নেট বোলার, দেখে হতবাক ক্রিকেটপ্রেমীরা
IPL News: এক সময় জাতীয় দলে দাপিয়ে খেলেছেন। আইপিএলেও ছিলেন স্বমহিমায়। মোহিত তো ২০১৪ সালে আইপিএলের সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন। জিতে নিয়েছিলেন পার্পল ক্যাপ। পরের বছর ওয়ান ডে বিশ্বকাপেও খেলেন।
মুম্বই: দুজনকেই দেখা গিয়েছে মেন ইন ব্লু-র জার্সিতে।
একজন জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৪টি ম্যাচ। ২৬টি ওয়ান ডে ও ৮টি টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭ উইকেটও রয়েছে । অন্যজন দেশের হয়ে খেলেছেন কিছুটা কম। ৬টি ওয়ান ডে ও জোড়া টি-টোয়েন্টি। সব মিলিয়ে ৮ ম্যাচ ।
প্রথমজন মোহিত শর্মা (Mohit Sharma) । দ্বিতীয় জন বরিন্দর স্রান (Barinder Sran) । এক সময় জাতীয় দলে দাপিয়ে খেলেছেন। আইপিএলেও ছিলেন স্বমহিমায় । মোহিত তো ২০১৪ সালে আইপিএলের সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন। জিতে নিয়েছিলেন পার্পল ক্যাপ । পরের বছর ওয়ান ডে বিশ্বকাপেও খেলেন। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বে।
কিন্তু আইপিএল (IPL) শুরু হওয়ার মুখে আচমকা দু'জনকে নিয়ে আলোচনা কেন! কারণ, দু'জনকে আচমকাই দেখা গিয়েছে আইপিএলের মঞ্চে। তবে নেট বোলার হিসাবে ।
জাতীয় দলে খেলা দুই পেসার আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। পরে তাঁদের নেট বোলার হিসাবে দলে নিয়েছে হার্দিক পাণ্ড্যর গুজরাত লায়ন্স। দলে তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে নেট বোলার হিসাবে দেখা যাচ্ছে দু'জনকে। যা দেখে হইচই শুরু হয়ে গিয়েছে। নেটিজেনরা হতবাক। এক সময় প্রচারের আলোয়া থাকা দুই তারকার পরিণতি দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন।
আইপিএলে ৮৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মোহিতের। নামের পাশে ৯২ উইকেট। ২০১৪-য় ধোনির অধীনে সিএসকেতে বেগুনি টুপির মালিক হওয়ার কীর্তিও রয়েছে তাঁর। সেই পেসারকেই এবার গুজরাত টাইটান্স দলে নিয়েছে স্রেফ একজন নেট বোলার হিসাবে। সেই খবর প্রকাশ্যে আসার পরই ক্রিকেট জগতে তুমুল হইচই পড়ে যায়।
Seeing Mohit sharma as a
— Stregebor🌴 (@RK_Kriks) March 17, 2022
net bowler is killing me 😭 https://t.co/2o0UHfwx1N