IPL 2022 Final: এত বড়? সত্যি? জার্সি দেখে চোখ ছানাবড়া! নাম উঠল গিনেস বুকে
GT vs RR, IPL Final: চাঁদের হাটে নজর কেড়ে নিল বিশালাকার একটি জার্সি। সাদা রং। পিঠে নীল রংয়ে লেখা আইপিএল ১৫। জার্সির নীচের দিকে আইপিএলের দশ দলের লোগো জ্বলজ্বল করছে।
![IPL 2022 Final: এত বড়? সত্যি? জার্সি দেখে চোখ ছানাবড়া! নাম উঠল গিনেস বুকে IPL 2022 Final GT vs RR Worlds Largest Jersey at Largest Cricket Stadium Narendra Modi Stadium Guinness World Record IPL 2022 Final: এত বড়? সত্যি? জার্সি দেখে চোখ ছানাবড়া! নাম উঠল গিনেস বুকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/80257ccad0a72216cca2db745638f332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম। রবিবার যে মাঠে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস (GT vs RR) ম্যাচ দেখতে কানায় কানায় উপচে পড়ছিল গ্যালারি। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহম্মদ আজহারউদ্দিনের (Mohammed Azharuddin) মতো ক্রিকেট মাঠের মহাতারকা, অক্ষয় কুমার, রণবীর সিংহের মতো বলিউডের নক্ষত্র, কে ছিলেন না!
আর সেই চাঁদের হাটে নজর কেড়ে নিল বিশালাকার একটি জার্সি। সাদা রং। পিঠে নীল রংয়ে লেখা আইপিএল ১৫। জার্সির নীচের দিকে আইপিএলের দশ দলের লোগো জ্বলজ্বল করছে।
বলা হচ্ছে, এত বড় জার্সি আগে কখনও তৈরি হয়নি। বিশ্বের সবচেয়ে বড় জার্সি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে, বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে প্রদর্শিত বিশ্বের সবচেয়ে বড় এই জার্সি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নিয়েছে।
দৈর্ঘ্যে ৬৬ ফিট, চওড়ায় ৪২ ফিট। এরকম জার্সি আগে কেউ কখনও দেখেননি। আইপিএলের পনেরোতম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে দৈত্যাকার জার্সি বানিয়ে চমক দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার ফাইনালের আগে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই জার্সির উন্মোচন হল। ঘোষণা করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। সেই জার্সি নাম তুলে নিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।
উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল চমক। সেখানে পারফর্ম করলেন বলিউডের হার্টথ্রব রণবীর সিংহ ও সঙ্গীত জগতের কিংবদন্তি এ আর রহমান। তারিয়ে তারিয়ে উপভোগ করলেন মাঠে হাজির এক লক্ষ ২০ হাজার দর্শক।
আইপিএলের (IPL 2022) প্রথম মরসুমেই খেতাব ঘরে তুলেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সেবার প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান (Rajasthan Royals)। কিন্তু এরপর ১৪ বছর কেটে গিয়েছে। আসেনি সাফল্য। সঞ্জু স্যামসনের হাত ধরে এবার সেই অধরা মাধুরী আরও একবার ছোঁয়ার সুযোগ। আরও একবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রাজস্থানের। অন্যদিকে গুজরাতের সামনে সুযোগ প্রথমবার আইপিএলে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার। রুদ্ধশ্বাস ক্রিকেটীয় দ্বৈরথের অপেক্ষায় ভক্তরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)