IPl 2022: ২ দিনের নিলাম শেষে কেমন হল রাজস্থান রয়্যালসের ২৪ জনের স্কোয়াড?
IPl 2022: জশ বাটলার (josh butller), যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসনকে এবারের নিলামের আগে দলে রেখে দিয়েছিল রাজস্থান (rajasthan) শিবির। ১৪ কোটি টাকায় সঞ্জ স্যামসনকে দলে রেখেছিল রাজস্থান।
বেঙ্গালুরু: আইপিএলের নিলামের আগে নিজেদের দলে তিনজন প্লেয়ার রিটেন করেছিল রাজস্থান রয়্যালসও। জশ বাটলার, যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসনকে এবারের নিলামের আগে দলে রেখে দিয়েছিল রাজস্থান শিবির। ১৪ কোটি টাকায় সঞ্জ স্যামসনকে দলে রেখেছিল রাজস্থান। আবার ১০ কোটি টাকায় জশ বাটলারকে রেখ দিয়েছিল তারা। তরুণ ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়ালকে ৪ কোটি টাকায় নিজেদের দলে রেখে দিয়েছিল রাজস্থান শিবির। ২ দিনের নিলামে অনেক তারকা ক্রিকেটারকে তুলে নিয়েছে রাজস্থান শিবির। কিন্তু এরপরও ৯৫ লক্ষ টাকা তাঁদের কাছে রয়ে গিয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালসের পূর্ণাঙ্গ দল -
ব্যাটার
উইকেট কিপার ব্যাটার
জশ বাটলার, ধ্রুব জুড়েল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ের
অলরাউন্ডার
রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, অনুনয় সিংহ, শুভম গারহওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, জিমি নিশাম, ড্যারেল মিচেল
বোলার
তেজস বরোকা, কুলদীপ সেন, কুলদীপ যাদব, নাথান কুল্টার নাইল, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওবেদ ম্যাকওয়ে, কেসি কারিয়াপ্পা, নভদীপ সাইনি
২০২২ সালের মেগা নিলামে, রাজস্থান এবং লখনউয়ের দল তাদের দলে এমন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে, যারা একে অপরকে পছন্দ করে না। রবিচন্দ্রন অশ্বিনকে পাঁচ কোটিতে কিনেছে রাজস্থান দল। একই সময়ে, জশ বাটলার ইতিমধ্যেই তার দলের অংশ। এ ছাড়া লখনউয়ের দল তাদের সঙ্গে যোগ করেছে দীপক হুডা ও ক্রুণাল পাণ্ড্য। এই খেলোয়াড়দের নিজেদের মধ্যে মারামারি এবং তাদের মধ্যে বিরোধের খবর অনেক শিরোনাম করেছিল। এখন অশ্বিন এবং বাটলারও ভিডিও প্রকাশ করে এই বিষয়ে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
🗣️ "𝐿𝑜𝑜𝑘𝑖𝑛𝑔 𝑓𝑜𝑟𝑤𝑎𝑟𝑑 𝑡𝑜 𝑠ℎ𝑎𝑟𝑖𝑛𝑔 𝑡ℎ𝑒 𝑑𝑟𝑒𝑠𝑠𝑖𝑛𝑔 𝑟𝑜𝑜𝑚 𝑤𝑖𝑡ℎ 𝐽𝑜𝑠." 🤗#RoyalsFamily | #TATAIPLAuction | @ashwinravi99 pic.twitter.com/y8FbnmjWjy
— Rajasthan Royals (@rajasthanroyals) February 12, 2022
উল্লেখ্য, এখনও আইপিএল কবে থেকে শুরু হবে, তার কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে এবারের আইপিএলে মোট ১০টি দল অংশ নিতে চলেছে। নতুন দুটো দল হল গুজরাত টাইটান্স ও লখনউ সুপারজায়ান্টস। গুজরাতের নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য ও লখনউয়ের নেতৃত্বে কে এল রাহুল।