IPL 2022: আরসিবি-সিএসকে ম্যাচে গ্যালারিতে হাঁটু গেড়ে প্রেম নিবেদন তরুণীর, মজার ট্যুইট জাফরের
IPL 2022: আইপিএলের মঞ্চে এর আগেও নান ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এর আগে বারবার দেখা গিয়েছে যে গ্যালারি থেকে প্রেম নিবেদন করছেন প্রেমিক তাঁর প্রেমিকাকে। তবে এবার উলোটপুরান।
পুণে: আইপিএল মানেই বিভিন্নরকম ঘটনার সাক্ষী। মাঠের লড়াইয়ের বাইরেও নানারকম গল্প যা প্রতি মরসুমেই ভাইরাল হয়ে যায়। গ্যালারিতে প্রেম নিবেদন খেলার মাঠে এর আগেও হয়েছে। গতকাল সিএসকে বনাম আরসিবি ম্যাচেও ঠিক তেমনই দৃশ্যের সাক্ষী থাকল সবাই। তবে একটু অন্য়রকমভাবে। এর আগে বারবার দেখা গিয়েছে যে গ্যালারি থেকে প্রেম নিবেদন করছেন প্রেমিক তাঁর প্রেমিকাকে। তবে এবার উলোটপুরান। খেলার ফাঁকে গ্যালারিতে ক্যামেরা তাক করেছিল। ঠিক সেই সময়ই হাঁটু গেড়ে প্রেম নিবেদিন করছেন এক তরুণী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ক্লিপিংস সোশ্য়াল মিডিয়ায়।
ক্যামেরা সেই তরুণ ও তরুণীর দিকে তাক করতেই দেখা যায় যে সেই তরুণ আরসিবির জার্সি পরে ছিলেন। তিনিও পুরো বিষয়টিতে অভিভূত হয়ে যান। তরুণীর প্রেম নিবেদনে সাড়া দিয়ে তাঁকে জড়িয়ে ধরেন।
জাফরের ভাইরাল ট্যুইট
এদিকে এই ছবি নজর এড়ায়নি প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরেরও। তিনিও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বিভিন্ন সময় বিভিন্ন মজাদার ট্যুইট করেন। এক্ষেত্রেও তিনি অভিনব একটি ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, ''মেয়েটি ভীষণ বুদ্ধিমতী। ও একজন আরসিবি ফ্যানকে প্রেম নিবেদন করল। কারণ ও জানে যে একজন ফ্যান যখন এখনও আরসিবিকে সমর্থন করেন, তবে সে সত্যিকারেরই সমর্থক হবেন। সেক্ষেত্রে সেই সমর্থকের ভালবাসাও কখনও মিথ্যে হবে না।'' খুব চালাকি করে জাফর এখানে বোঝাতে চেয়েছেন যে আরসিবি গত ১৪ বছরে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি, তবুও যেভাবে সেই যুবক আরসিবিকেই সমর্থন করে গিয়েছেন, তাতে তিনি খুবই বিশ্বাসযোগ্য। তাই সেই তরুণীও সঠিক ব্যক্তিকেই পছন্দ করেছেন বলে মনে করেন জাফর। যদিও এই ট্যুইট ভাইরাল হতেই সবাই জাফরের রসবোধের প্রশংসা করেছেন।
Smart girl proposing an RCB fan. If he can stay loyal to RCB, he can definitely stay loyal to his partner 😉 Well done and a good day to propose 😄 #RCBvCSK #IPL2022 pic.twitter.com/e4p4uTUaji
— Wasim Jaffer (@WasimJaffer14) May 4, 2022
সিএসকে বধ আরসিবির
মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) ১৩ রানে হারিয়ে ফের প্লে অফের দৌড়ে ঢুকে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। পরপর তিন ম্যাচে হারের পর ২ পয়েন্ট লাভ। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এলেন বিরাট কোহলিরা। বুধবারের হারের পর চেন্নাই সুপার কিংস চাপে পড়ে গেল। ১০ ম্যাচের শেষে তাদের পয়েন্ট হল ৬। শেষ ৪ ম্যাচ জিতলেও প্লে অফে ওঠা জটিল অঙ্কের জাঁতাকলে আটকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ১৭৩/৮ তাড়া করে ১৬০/৮ স্কোরে আটকে গেল সিএসকে। লড়াই করেছিলেন ডেভন কনওয়ে। ইনিংস ওপেন করতে নেমে ৩৭ বলে ৫৬ রান করেন তিনি। ধোনি ২ রানে ফেরেন। রান পাননি রবীন্দ্র জাডেজা (৩), রবিন উথাপ্পা (১)। আরসিবি বোলারদের মধ্যে হর্ষল পটেল তিন উইকেট নিয়েছেন।
ডিকে-মহীপালের ঝড়
বুধবার সেই বিতর্ক আরও উস্কে দিয়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৭ বলে ২৬ রান করে অপরাজিত রইলেন ডিকে। চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আরসিবি তোলে ১৭৩/৮।
বিরাট কোহলি (Virat Kohli) ক্রিজে জমে গিয়েছিলেন। কিন্তু ৩৩ বলে ৩০ রান করে তিনি মঈন আলির বলে ফেরেন। আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি ২২ বলে ৩৮ রান করে ফেরেন। মহীপাল লোমরর ২৭ বলে ৪২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও জোড়া ছক্কা। তিনিই আরসিবির সর্বোচ্চ স্কোরার।