IPL 2022: আইপিএলে কোন বিভাগে সমস্যায় পড়তে পারে দিল্লি? কী বলছেন প্রাক্তন ওপেনার?
IPL 2022: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রভমন পাওয়েলের মতো বিদেশি তারকাদের এবার দলে নিয়েছে দিল্লি। আগামী ২৭ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে দিল্লি শিবির।
মুম্বই: সব দলের মতোই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি ক্য়াপিটালসও। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রভমন পাওয়েলের মতো বিদেশি তারকাদের এবার দলে নিয়েছে দিল্লি। আগামী ২৭ তারিখ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে দিল্লি শিবির। কিন্তু তাঁর আগে দিল্লি শিবিরকে সতর্ক করছেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। একটি বিভাগে দিল্লি এবার সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন আকাশ। আর তা হল ওপেনিং বিভাগে। কিন্তু কেন?
উল্লেখ্য, এবার শিখর ধবন, শ্রেয়স আইয়ার ২ তারকা ব্যাটারকে ছেড়ে দিয়েছে দিল্লি। ধবনকে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা যাবে, শ্রেয়স অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। এই পরিস্থিতিতে ডেভিড ওয়ার্নারের সঙ্গী ওপেনিংয়ে কে হবেন, তা এখনও নিশ্চিত নয়। আকাশ বলছেন, ''মিচেল মার্শের চোট রয়েছে। ওঁকে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে যশ ধূল, মনদীপ সিংহদের দিকেই তাকিয়ে থাকতে হবে। কিন্তু আমার মনে হয় না, তা সঠিক রিপ্লেসমেন্ট হবে।"
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা প্রাক্তন ওপেনার আরও বলেন, ''দিল্লি দলে নেই ধবন। নেই শ্রেয়স। আপনি যখন তাঁদের ব্য়াটিং অর্ডারের দিকে তাকাবেন, তাছাড়া যখন ওঁদের ব্যাটিং অর্ডারে বিদেশি ক্রিকেটারদের দিকে দেখবেন, তখনই বুঝতে পারবেন যে সেইভাবে বড় নাম নেই। মরসুমে শুরুটা একদমই শক্তিশালী হবে না।''
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওয়ার্নার ও মার্শের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ৬ এপ্রিল। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে। ততদিনে দুটি ম্যাচ হয়ে যাবে পন্থদের। দিল্লির তৃতীয় ম্যাচ ৭ এপ্রিল । এক জৈব সুরক্ষা বলয় থেকে আর এক জৈব সুরক্ষা বলয়ে সরাসরি প্রবেশ করা ওয়ার্নার ও মার্শ মাঠে নামার অনুমতি পেলে সেই ম্যাচে খেলতে পারবেন। তা নাহলে আইপিএলে তাঁদের মাঠে নামা আরও পিছিয়ে যাবে।
আরো পড়ুন: আইসিসির স্ক্যানারে বেঙ্গালুরু ভারত-শ্রীলঙ্কা টেস্টের পিচ, গড়পড়তার নীচে পিচের চরিত্র