(Source: ECI/ABP News/ABP Majha)
Jasprit Bumrah Against KKR: আইপিএলে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট বুমরার, স্ট্যান্ড মাতালেন স্ত্রী সঞ্জনা
Jasprit Bumrah: বিশেষ দিনে স্বামীর হয়ে প্রতি মুহূর্তে গলা ফাটিয়ে গেলেন বুমরার স্ত্রী সঞ্জনা গনেশান। নিজের ট্যুইটারে বুমরার অসাধারণ পারফরম্যান্স নিয়ে পোস্টও করতে দেখা গেল
মুম্বই: বিধ্বংসী, অনবদ্য, দুর্দান্ত, ক্লাসিক। একের পর এক বিশেষণ জুড়লেও তা কম বলা হবে। এলেন আর ধ্বংস করলেন প্রতিপক্ষের ব্য়াটিং লাইন আপ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে নিজের আইপিএল কেরিয়ারে প্রথমবার ইনিংসে ৫ উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। বিশেষ দিনে স্বামীর হয়ে প্রতি মুহূর্তে গলা ফাটিয়ে গেলেন বুমরার স্ত্রী সঞ্জনা গনেশান। নিজের ট্যুইটারে বুমরার অসাধারণ পারফরম্যান্স নিয়ে পোস্টও করতে দেখা গেল সঞ্জনাকে। কলকাতার ব্যাটিং লাইন আপের প্রধান পাঁচ ব্যাটারকেই প্য়াভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন বুমরা। সঞ্জনা স্ট্যান্ড তাঁর বান্ধবীর সঙ্গে বসে ছিলেন। সেখান থেকেই ক্রমাগত চিৎকার করে যাচ্ছিলেন। ট্যুইটারে তিনি লেখেন, ''আমার স্বামী একেবারে আগুনে ফর্মে...''
Holy moly! My husband is 🔥🔥🔥
— Sanjana Ganesan (@SanjanaGanesan) May 9, 2022
বুমরার ঝুলিতে ৫ উইকেট
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তবে ইনিংসের প্রথম ১০ ওভার কলকাতার রানের গতি ছিল প্রতি ওভারে আটের ওপরে। নাইট একাদশে বদল হয়েছিল এদিন। ফিরেছিলেন রাহানে, ভেঙ্কটেশ আইয়ার। ২ জনেই ওপেনিংয়ে নামলেন। আর দ্রুত গতিতে রান তুললেন। বিশেষ করে ভেঙ্কটেশ আইয়ার। রাহানে উল্টোদিকে অ্যাঙ্কর রোল প্লে করছিলেন। ষষ্ঠ ওভারে বোর্ডে ৬০ রান তোলার পর প্রথম উইকেটের পতন হয় কলকাতার। কার্তিকেয়ার বলে প্যাভিলিয়নে ফেরেন ভেঙ্কটেশ। ২৪ বলে ৪৩ রানের ইনিংসে চারটে ছক্কা ও ৩টি বাউন্ডারি হাঁকান তিনি। রাহানে ২৪ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনটি বাউন্ডারি হাঁকান তিনই। শ্রেয়স আইয়ার ৬ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন। তখন পর্যন্তও মনে হচ্ছিল যে দুশোর কাছাকাছি পৌঁছে যাবে নাইটরা। কিন্তু রাসেল ক্রিজে আসতেই বুমরাকে আক্রমণে নিয়ে আসেন রোহিত। অধিনায়কের আস্থার প্রতি অমর্যাদা করেননি তারকা পেসার। বুমরার বলেই ৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন রাসেল। এরপর একে একে ফিরিয়ে দেন রানা, জ্যাকসন, কামিন্স ও নারিনকে। আঠারোতম ওভারে কোনও রান না দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪ ওভারের স্পেলে ১টি মেডেন দিয়ে ১০ রানে ৫ উইকেট তুলে নেন বুমরা।