IPL 2022: বড় ধাক্কা নাইট রাইডার্স শিবিরে, চোটের জন্য় আইপিএল থেকে ছিটকে গেলেন কামিন্স
IPL 2022 KKR: ৭ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে অজি পেসারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন কামিন্স।
কলকাতা: খাতায় কলমে প্লে অফের অঙ্কে এখনও রয়েছেন তাঁরা। কিন্তু তার আগেই চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স (Pat Cummins)। কলকাতা নাইট রাইডার্সের জন্য যা বিশাল বড় ধাক্কা বলাই যেতে পারে। শেষ ম্যাচেই ৩ উইকেট তুলে নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অজি পেসার। কিন্তু কোমরের নিম্নাংশে চোটের জন্য এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। দ্রুত দেশে ফিরছেন কামিন্স।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন কামিন্স। দেশ ছাড়ার আগে কামিন্স জানিয়েছেন, ''ভারতে দারুণ সময় কাটালাম আমি। আমি কেকেআরকে ধন্যবাদ জানাতে চাই যে আমার ও আমার পরিবারের পাশে সবসময় থাকার জন্য। খেয়াল রাখার জন্য। দলের প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা জানাতে চাই বাকি টুর্নামেন্টের জন্য। আমি অবশ্যই ম্যাচগুলো দেখব ও গলা ফাটাব দলের জন্য।'' উল্লেখ্য, মে মাসের শেষে শ্রীলঙ্কা সফরে যেতে হবে অস্ট্রেলিয়া দলকে। প্রায় ৬ সপ্তাহ ধরে চলবে এই সফর। শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলকে ৩টি টি-টোয়েন্টি, ৫টি ওয়ান ডে ম্যাচ ও ২টো টেস্ট খেলতে হবে। ৭ জুন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে।
আগামীকাল কলকাতার সামনে সানরাইজার্স
আগামীকাল মহারাষ্ট্রের পুণে ক্রিকেট অ্য়াসোসিয়েশনের মাঠে কলকাতা নাইট রাইডার্সের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্য়াচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের দৌড়ে এখনও রয়েছে শ্রেয়স বাহিনী। কিন্তু যদি প্লে অফে জায়গা করে নিতে হয় ২ বারের চ্য়াম্পিয়নদের, তবে বাকি ম্যাচগুলোতে জিততেই হবে। এমনকী তাকিয়ে থাকতে হবে আজকের আরসিবি বনাম পাঞ্জাব কিংস ম্য়াচের দিকেও। আরসিবি যদি আর একটি ম্যাচও জিতে যায় তবে কিন্তু প্লে অফে ওঠার সম্ভাবনা কলকাতার জন্য় প্রায় শেষ হয়ে যাবে, এমনটা বলাই যায়।
চেন্নাই ও মুম্বই ছিটকে গিয়েছে