(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2022 Special: কেকেআর-এর বিরুদ্ধে ‘বদলা’ কুলদীপ যাদবের, সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি
IPL 2022 News: দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর চলতি আইপিএল-এ ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের দলের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ক্রমশঃ কমছে।
মুম্বই: গতকাল আইপিএল-এ (IPL 2022) ফের হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে দু’টি ম্যাচেই হেরে গেল কেকেআর (KKR)। প্রথম ম্যাচে ৫৫ রানে হেরে যাওয়ার পর গতকাল ৪ উইকেটে হেরে গিয়েছে কেকেআর। এই দু’টি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav), যাঁকে এই মরসুমে দলে রাখেনি কেকেআর। পুরনো দলের বিরুদ্ধে দু’টি ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুলদীপ। প্রথম ম্যাচে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর গতকালের ম্যাচে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
কলকাতা-দিল্লি ম্যাচের পর মিম
এই ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। বেশিরভাগ মিমেই দেখা যাচ্ছে কুলদীপকে। পুরনো দলের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি মিম মেটিরিয়ালও খুঁজে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার, গতকাল শূন্য রানে আউট হওয়া আন্দ্রে রাসেলকে নিয়েও মিম দেখা যাচ্ছে।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
ফের হার কলকাতার
গতকাল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৪৬ রান করেন কেকেআর। সর্বোচ্চ ৫৭ রান করেন নীতীশ রানা। ৪২ রান করেন শ্রেয়স। ২৩ রান করেন রিঙ্কু সিংহ। কেকেআর-এর আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। দিল্লির হয়ে কুলদীপের ৪ উইকেটের পাশাপাশি ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। একটি করে উইকেট নেন চেতন সাকারিয়া ও অক্ষর পটেল।
১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩৩ রান করে অপরাজিত থাকেন রভম্যান পাওয়েল। ২৪ রান করেন অক্ষর। ২২ রান করেন ললিত যাদব। কেকেআর-এর হয়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন উমেশ যাদব। একটি করে উইকেট নেন হর্ষিত প্রদীপ রানা ও সুনীল নারাইন।