IPL 2022: প্লে অফের দৌড়ে কি শেষ? আজ মুম্বইয়ের সামনে নাইটরা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IPL 2022 KKR vs MI: ক্রমেই খেই হারিয়ে ফেলেছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে নাইট শিবির। শেষ ম্যাচে লখনউ সুপারজায়ান্টস দলের বিরুদ্ধে হারতে হয়েছে।
মুম্বই: একের পর এক ম্যাচে হার। ক্রমাগত কোনঠাসা কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের (IPL) শুরুটা ভাল হলেও ক্রমেই খেই হারিয়ে ফেলেছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে নাইট শিবির। শেষ ম্যাচে লখনউ সুপারজায়ান্টস দলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানে অল আউট হয়ে গিয়েছিল শ্রেয়স বাহিনী।
আজ আইপিএলে
কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স
কোথায় খেলা
ডি ওয়াই পাটিল স্টেডিয়াম, নভি মুম্বই
কখন শুরু
খেলা শুরু সন্ধে ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
পয়েন্ট টেবিলে কে কোথায় দাঁড়িয়ে?
আইপিএলে এখও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে মাত্র ৪ ম্যাচে জিতে ৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। পয়েন্ট টেবিলে ৯ নম্বরে নেমে গিয়েছে শ্রেয়স আইয়ারের দল। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ১০ ম্যাচ খেলে ২টো ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। যদিও তারা প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে অনেক আগেই। পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে রোহিত শর্মার দল।
কলকাতা নাইট রাইডার্স
প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এখান থেকে সব ম্যাচ জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তার ওপর আবার নিজেদের রান রেটও আরও উন্নত করতে হবে। এখানেই শেষ নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নাইট একাদশে ফিরতে পারেন উমেশ যাদব। এই ম্যাচে ওপেনে ফিরতে পারেন অজিঙ্ক রাহানে। প্রথম কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। এরপর থেকে আর সুযোদ পাননি। ফের একবার সুযোগ আসতে পারে মুম্বইকরের সামনে।
মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং ব্রিগেড শক্তিশালী হয়েছে রিইলি মেরিডিথ একাদশে খেলার পর থেকে। বুমরার পাশে বাউন্স ও গতিতে মেরিডিথ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫ রানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছিল তারা।