KKR VS SRH : উমরান ঝড় সামলে রাসেলের দাপটে লড়াকু স্কোর কেকেআরের
IPL 2022 : আজিঙ্কা রাহানে, নীতিশ রাণা ও নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে সাজঘরে ফেরান উমরান মালিক (৪/৩৩)।
পুণে : উমরানের আগুনে পেস আছড়ে পড়ার আশঙ্কা ছিল। পূর্বাভাস মিলিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের (Maharastra Cricket Assosiation Stadium) মাঠে যা আছড়ে পড়ে কার্যত ব্যতিব্যস্ত করে ছাড়ল নাইট শিবিরের টপ অর্ডার। প্রাথমিক ধাক্কায় যখন দল টালমাটাল, তখনই দলের হাল ধরলেন আন্দ্রে রাসেল (Andre Russel)। ক্যারবিয়ান ক্যালিপসোর দাপটে শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের (Sunrishers Hydrabad) বিরুদ্ধে লড়াকু স্কোর খাড়া করল কেকেআর।
রাসেলের নজির
প্লে-অফের দৌড়ে টিকে থাকার দৌড়ে হায়দরাবাদ শিবিরের বিরুদ্ধে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রান তুলল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২৮ বলে ৩ টি চার ও ৪ টি বিশাল ছক্কার সাহায্যে অপরাজিত ৪৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। যে রান করার পথে আইপিএলের (IPL) মঞ্চে ২ হাজার রানের গণ্ডি টপকে গেলেন রাসেল।
কেকেআর টপ অর্ডারের ব্যর্থতা
আইপিএলের মঞ্চে শততম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), নীতিশ রাণা (Nitish Rana) ও নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Sreyash Aiyer) সাজঘরে ফেরান উমরান মালিক (৪/৩৩) (Umran Malik)। ভেঙ্কটেস আইয়ার (৭) ও রিঙ্কু সিংহও (৫) এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। যদিও স্যাম বিলিংসকে (৩৪) সঙ্গে নিয়ে নাইট শিবিরকে লড়াকু স্কোর খাড়া করতে সাহায্য করেন রাসেল।
View this post on Instagram
আরও পড়ুন- আইপিএলে বেটিংয়ে পাক মদত! দাবি সিবিআইয়ের