IPL Betting : আইপিএলে বেটিংয়ে পাক মদত! দাবি সিবিআইয়ের
IPL : ২০১৯ সালের আইপিএলের সময়ে যে ঘটনা ঘটেছিল বলেই তদন্তের ভিত্তিতে দাবি করেছে সিবিআই।
নয়াদিল্লি : পাকিস্তান থেকে মদত পেয়ে বেটিং আইপিএলে (IPL)! তদন্তের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই (CBI)। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেসটিগেশন (Central Bureau of Investigation) জানিয়েছে, ২০১৯ সালের আইপিএল বেটিংয়ে যুক্ত এক ব্যক্তি পাকিস্তান থেকে সাহায্য নিয়েছিলেন। যদিও কোনও চক্র নয়, সেই ব্যক্তি এককভাবে বেটিং চক্রের সঙ্গে যুক্ত ছিল বলেই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।
কী জানাচ্ছে সিবিআই
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) ম্যাচে বেটিংয়ের (Betting) জন্য এক ব্যক্তি সাহায্য নিয়েছিলেন পাকিস্তান থেকে। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বেটিংয়ের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চালানো হচ্ছিল। ২০১৯ সালের আইপিএলের সময়ে যে ঘটনা ঘটেছিল বলেই তদন্তের ভিত্তিতে দাবি করেছে সিবিআই।
কীভাবে বেটিং
সিবিআই যে এফআইআর দায়ের করেছে সেখানে দিল্লির রোহিনীর এক বাসিন্দা ও হায়দরবাদের দু'জনের নাম উল্লেখ রয়েছে। বেটিংয়ের জন্য ব্যাঙ্কের অজ্ঞাত পরিচয় সূত্র ব্যবহার করে একটি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলেও জানিয়েছে সিবিআই। কোনও ব্যাঙ্কের অভ্যন্তরীণ ব্যক্তির সাহায্যে ভুয়ো একাধিক তথ্য দিয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলেই জানিয়েছে সিবিআই। সেই বেটিংয়ের চক্র কত দূর পর্যন্ত বিস্তৃত সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখার কাজ শুরু করেছে সিবিআই।
আইপিএলে বারবার বেটিং ছায়া
প্রসঙ্গত আইপিএলের মঞ্চে একাধিকবার বেটিংয়ের কালো ছায়া পড়েছে এর আগেও। ব্যক্তি হোক বা দল নাম জড়িয়েছে একাধিক জনের। প্রত্যেক ক্ষেত্রেই অবশ্য ধরা পড়ার পরে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের কয়েক বছরের জন্য খেলার যোগ্যতা কেড়ে নেওয়া হয়েছে। আবার কিছু ক্ষেত্রে ক্রিকেটারদের ক্ষেত্রে কড়া শাস্তির পথে এগোনো হয়েছে। আজীবন ক্রিকেট থেকেও নির্বাসনের নজির দেখেছে আইপিএল। তবে এবারে বিশ্বের সেরা টি২০ লিগে এভাবে পাক মদতের প্রসঙ্গ জুড়ে যাওয়ায় তা অন্য মাত্রা পেল।