KKR vs MI, Match Highlights: কামিন্স ঝড়ে উড়ে গেলেন বুমরারা, মুম্বই-জয় করে লিগ শীর্ষে কেকেআর
IPL 2022, KKR vs MI: বরাবরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হেলায় হারাল কেকেআর (KKR)। যে জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন অজি পেসার প্যাট কামিন্স।
মুম্বই: তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম তিন ম্যাচে খেলেননি। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রতিনিধিত্ব করছিলেন। বুধবার পনেরোতম আইপিএলে (IPL) প্রথমবার মাঠে নামলেন। এবং নেমেই দলকে ম্যাচ জেতালেন।
অজি-ঝড়
বরাবরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হেলায় হারাল কেকেআর (KKR)। যে জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন অজি পেসার প্যাট কামিন্স। টিম সাউদিকে বাদ দিয়ে যাঁকে এদিন খেলায় কেকেআর। তিনি যখন ব্যাট করতে নামেন, ১০১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে কেকেআরের। ফিরে গিয়েছেন ভয়ঙ্কর আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়াররা। মাঠে তখন মুম্বই বোলারদের দাপট। সেখান থেকে ১৪ বলে হাফসেঞ্চুরি কামিন্সের। আইপিএলের ইতিহাসে কে এল রাহুলের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৫ বলে ৫৬ রানে অপরাজিত রইলেন অজি তারকা। তাঁর ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা। ৪১ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন বেঙ্কটেশ আইয়ার। ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে গেল কেকেআর।
দুরন্ত প্রত্যাবর্তন
চোটের জন্য তিনি মাঠের বাইরে ছিলেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছিল তাঁর রিহ্যাবিলিটেশন। আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের (MI) প্রথম দুই ম্যাচে মাঠের বাইরেই ছিলেন। বুধবার মাঠে ফিরলেন। আর পরীক্ষা নিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) বোলারদের।
সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বুধবার পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে যিনি ব্যাট হাতে জ্বলে উঠলেন। পনেরোতম আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন। একসময় কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। তবে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে যেন পুনর্জন্ম হয়েছে। ভারতীয় ক্রিকেটে স্কাই নামে পরিচিত হয়ে যাওয়া সূর্য বুধবার ৩৪ বলে হাফসেঞ্চুরি করলেন। মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের শেষ ওভারে প্যাট কামিন্সের বলে যখন তিনি কট বিহাইন্ড হলেন, নামের পাশে জ্বলজ্বল করছে ৩৬ বলে ৫২ রান। সূর্যকুমারের পাল্টা লড়াইয়ে কেকেআরের বিরুদ্ধে প্রথম ব্য়াট করে ভদ্রস্থ রান তোলে মুম্বই। প্রথমে ব্যাট করে ২০ ওভারে মুম্বই তোলে ১৬১/৪।
সূর্যকুমারকে যোগ্য সঙ্গত করেন তিলক বর্মা। ২৭ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন কায়রন পোলার্ড।
যদিও শেষ হাসি হাসলেন নাইটরাই।
আরও পড়ুন: পন্থের থেকে এক হাতে ছক্কা মারার মন্ত্র শিখতে চান অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ দেওয়া তারকা