IPL 2022, KKR vs GT: ব্যাটে-বলে লড়াই রাসেলের, ৮ রানে হার কেকেআর-এর
Kolkata Knight Riders vs Gujarat Titans: কলকাতা নাইট রাইডার্সকে ৮ রানে হারিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল গুজরাত টাইটানস। ৭ ম্যাচে গুজরাতের পয়েন্ট হল ১২। কেকেআর ৭ নম্বরেই থেকে গেল।
মুম্বই: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell) কার্যত একা লড়াই করেও চলতি আইপিএল-এ দলের পঞ্চম হার ঠেকাতে পারলেন না। গুজরাত টাইটানসের (Gujarat Titans) কাছে ৮ রানে হেরে পয়েন্ট তালিকায় সাত নম্বরেই থেকে গেল কেকেআর। শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) ৮ ম্যাচে থাকল ৬ পয়েন্ট। অন্যদিকে, ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল গুজরাত।
হার্দিকের দুরন্ত ইনিংস
আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক হার্দিক। গুজরাতের হয়ে ব্যাটিং ওপেন করতে নামেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ৭ রান করে টিম সাউদির বলে স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শুবমান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে রানের গতি বাড়ান অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তাঁকে সঙ্গত করেন ঋদ্ধিমান। বাংলার উইকেটকিপার-ব্যাটার করেন ২৫ বলে ২৫ রান। তাঁর ইনিংসে ছিল দু’টি বাউন্ডারি ও একটি ছক্কা। ঋদ্ধিমান ফিরে যাওয়ার পর চার নম্বরে ব্যাটিং করতে নামা ডেভিড মিলার করেন ২০ বলে ২৭ রান। তাঁর ইনিংসে ছিল একটি বাউন্ডারি ও দু’টি ছক্কা। পাঁচ নম্বরে নামা রাহুল তেওয়াটিয়া ১২ বলে ১৭ রান করেন। রশিদ খান দু’বল খেলে কোনও রান না করেই ফিরে যান। অভিনব মনোহর করেন ২ রান। লকি ফার্গুসন প্রথম বলেই কোনও রান না করে ফিরে যান। যশ দয়ালও কোনও রান করেই প্রথম বলে রাসেলের শিকার হন।
কেকেআর-এর হয়ে ৫ রান দিয়ে ৪ উইকেট নেন রাসেল। ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন টিম সাউদি। একটি করে উইকেট নেন শিবম মাভি ও উমেশ যাদব।
রাসেলের লড়াই
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই স্যাম বিলিংসের (৪) উইকেট হারায় কেকেআর। ১০ রানে যায় দ্বিতীয় উইকেট। এবার ফিরে যান সুনীল নারাইন (৫)। দলের ১৬ রানের মাথায় ফিরে যান নীতীশ রানা (২)। দলের ৩৪ রানের মাথায় ফিরে যান অধিনায়ক শ্রেয়স (১২)। রিঙ্কু সিংহ করেন ৩৫ রান। বেঙ্কটেশ আইয়ার করেন ১৭ রান। ৭ নম্বরে ব্যাটিং করতে নামা রাসেল শেষ ওভার পর্যন্ত লড়াই করেন। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, কেকেআর-এর জয়ের আশা ছিল। কিন্তু ২৫ বলে ৪৮ রান করে রাসেল ফিরে যেতেই কেকেআর-এর জয়ের আশা শেষ হয়ে যায়। উমেশ ১৫ রানে অপরাজিত থাকেন।
গুজরাতের হয়ে দু’টি করে উইকেট নেন মহম্মদ শামি, যশ দয়াল ও রশিদ খান। একটি করে উইকেট নেন আলজারি জোশেফ ও লকি ফার্গুসন।