KKR vs CSK Live Updates: ধোনির হাফসেঞ্চুরি ম্লান করে ৬ উইকেটে জয়, ২ পয়েন্ট দিয়ে অভিযান শুরু কেকেআরের
IPL 2022, Match 1, KKR vs CSK: গতবার আইপিএলের (IPL) ফাইনালে মুখোমুখি হয়েছিল ২ দলই। এবার প্রথম ম্যাচেই ফের ২২ গজে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স।
LIVE
Background
মুম্বই: গতবার আইপিএলের (IPL) ফাইনালে মুখোমুখি হয়েছিল ২ দলই। এবার প্রথম ম্যাচেই ফের ২২ গজে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এর আগে মোট ২৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই ও কলকাতা শিবির। তবে ইতিহাস বলছে যে পাল্লা ভারি সিএসকেরই। মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে ১৭ বার জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে ৮টি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জয় ছিনিয়ে নিয়েছে। শেষ ৫ বারের সাক্ষাতে ৪ বারই জয় ছিনিয়ে নিয়েছিল হলুদ জার্সিধারীরা।
শেষ ৫ ম্যাচে সিএসকে-কলকাতা ম্যাচের ফল
চেন্নাই সুপার কিংস ১৮ রানে জয়ী
চেন্নাই সুপার কিংস ২ উইকেট জয়ী
চেন্নাই সুপার কিংস ২৭ রানে জয়ী ম্যাচে
কলকাতা নাইট রাইডার্স জয়ী ১০ রানে
চেন্নাই সুপার কিংস জয়ী ৬ উইকেটে
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ দলের সাক্ষাৎ
চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স পরস্পরের বিরুদ্ধে একটি মাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ১৮ রানে জয় পেয়েছিল সিএসকে।
নেই কামিন্স-সাউদি
প্রথম ম্যাচে দলের দুই সেরা বিদেশি পেসারের কাউকেই পাচ্ছে না কেকেআর। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে (Pat Cummins) যে টুর্নামেন্টের শুরুর দিকে পাওয়া যাবে না, তা আগেই ঠিক ছিল। কারণ, কামিন্স অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছেন। প্রথম পাঁচ ম্যাচে তাঁকে পাবে না কেকেআর। নাইট শিবির আশায় ছিল যে, কামিন্স না আসা পর্যন্ত দলের জোরে বোলিংকে নেতৃত্ব দেবেন টিম সাউদি (Tim Southee)। কিন্তু সদ্য বিয়ে করা সাউদির ভারতে আসতে দেরি হচ্ছে। প্রথম ম্যাচে তাঁকেও পাচ্ছে না কেকেআর।
প্ল্যান বি
শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ। তার আগের দিন এবিপি লাইভের তরফে কেকেআরের কোচ ব্রেন্ডন ম্যাকালামকে (Brendon McCullam) প্রশ্ন করা হয়েছিল, টুর্নামেন্টের শুরুর দিকে কামিন্সের অনুপস্থিতিতে নতুন বলে বোলিং করবেন কে? টিম সাউদিকে কি চেন্নাইয়ের বিরুদ্ধে খেলানো যাবে? জবাবে ম্যাকালাম বললেন, 'সাউদি দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচে নেই। ভারতে আসতে দেরি হচ্ছে ওর। প্রথম ম্যাচে ওকে পাব না।'
KKR vs CSK Live Update: ৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেলেন শ্রেয়স আইয়াররা
চেন্নাইয়ের বিরুদ্ধে সহজ জয় কেকেআরের। ৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেলেন শ্রেয়স আইয়াররা। ১৮.৩ ওভারে ১৩৩/৪ তুলে ফেলল কেকেআর। অজিঙ্ক রাহানে ৩৪ বলে ৪৪ রান করলেন। বেঙ্কটেশ আইয়ার বড় রান পাননি। ১৬ করে ফেরেন। তবে নীতিশ রানা (১৭ বলে ২১ রান), শ্রেয়স (২০ বলে ২০ রানে অপরাজিত), স্যাম বিলিংস (২১ বলে ২৫ রান) দলকে চাপে পড়তে দেননি। ৩ রানে অপরাজিত ছিলেন শেলডন জ্যাকসন।
KKR vs CSK Live: কেকেআরের স্কোর ১০ ওভারে ৭৬/২
বেঙ্কটেশ আইয়ারের পর নীতিশ রানাকেও ফেরালেন ডোয়েন ব্র্যাভো। কেকেআরের স্কোর ১০ ওভারে ৭৬/২।
KKR vs CSK Live: ৯ ওভারের শেষে নাইটদের স্কোর ৭০/১
সহজ জয়ের পথে কেকেআর। ৯ ওভারের শেষে নাইটদের স্কোর ৭০/১।
IPL Live Updates: কেকেআরের স্কোর বিনা উইকেটে ৪৩
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর বিনা উইকেটে ৪৩ রান।
KKR vs CSK Live Updates: ২ ওভারের শেষে কেকেআর বিনা উইকেটে ৮ রান তুলেছে
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওভারের শেষে কেকেআর বিনা উইকেটে ৮ রান তুলেছে। ক্রিজে অজিঙ্ক রাহানে ও বেঙ্কটেশ আইয়ার।