LSG vs DC, Match Highlights: দিল্লিকে হারিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে লখনউ
IPL 2022, LSG vs DC: ইনিংসের শুরুটা দুর্দান্ত হলেও, বড় স্কোর গড়তে ব্যর্থ হয় দিল্লি ক্যাপিটালস। তাড়াহুড়ো না করে সহজেই সেই রান টপকে জয় পেল লখনউ সুপার জায়ান্টস।
মুম্বই: ম্যাচ শুরু হওয়ার আগে চলতি আইপিএল-এ (IPL 2022) পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে ছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। তবে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল লখনউ। অসাধারণ ইনিংস খেললেন লখনউয়ের ওপেনার কুইন্টন ডি কক (Quinto de Kock)। তিনি ৫২ বলে ৮০ রান করেন। শেষ ওভারে পরপর দু’বলে বাউন্ডারি ও ছক্কা মেরে লখনউকে ম্যাচ জেতালেন আয়ুষ বাদোনি (Ayush Badoni)। ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় সাত নম্বরেই থেকে গেল দিল্লি।
বিফলে গেল পৃথ্বী শ-র অর্ধশতরান
দিল্লির হয়ে এদিনের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখান ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw)। তিনি যেভাবে ম্যাচের শুরুটা করেছিলেন, তাতে একসময় মনে হচ্ছিল ২০০ বা তার বেশি স্কোর হয়ে যাবে দিল্লির। ৩৪ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন পৃথ্বী। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও দু’টি ছক্কা। অপর ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner) অবশ্য ভাল খেলতে পারেননি। ১২ বলে মাত্র ৪ রান করেন তিনি। রভম্যান পাওয়েল (Rovman Powell) তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১০ বলে মাত্র ৩ রান করেন। ৬৭ রানে প্রথম উইকেট হারানোর পর ৭৪ রানে তিন উইকেট খুইয়ে বসে দিল্লি। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি পাশে পান সরফরাজ খানকে (Sarfaraz Khan)। তবে তাঁরা দ্রুত রান তুলতে ব্যর্থ হন। পন্থ ৩৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংস টি-২০ সুলভ তো নয়ই, পন্থের স্বাভাবিক ব্যাটিংয়ের সঙ্গেও মানানসই নয়। সরফরাজ ২৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন।
লখনউয়ের হয়ে জোড়া উইকেট নেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। একটি উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম (Krishnappa Gowtham)।
রান তাড়া করতে নেমে তাড়াহুড়ো না করে সাবলীলভাবে রান করতে থাকেন লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল ও ডি কক। তাঁদের জুটিতে যোগ হয় ৭৩ রান। রাহুল ২৪ রান করে ফিরে যান। তিন নম্বরে নামা এভিন লুইস করেন ৫ রান। দীপক হুডা করেন ১১ রান। ডি কক ফিরে যাওয়ার পর দলকে জেতানোর দায়িত্ব নেন ক্রুণাল পাণ্ড্য (১৯ অপরাজিত) ও বাদোনি (১০ অপরাজিত)।