Lucknow Super Giants: ''অব আপনি বারি হ্য়ায়'', থিম সং প্রকাশ লখনউ সুপারজায়ান্টসের
Lucknow Super Giants: কয়েক সপ্তাহ আগেই তাঁরা তাঁদের লোগো প্রকাশ করেছিল। এবার সেভাবেই নিজেদের দলের থিম সং প্রকাশ করল কে এল রাহুলের দল।
লখনউ: আইপিএল শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। প্রতিটি দলই তাঁদের প্রস্তুতি শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। এবারের টুর্নামেন্টে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করবে লখনউ সুপারজায়ান্টস। কয়েক সপ্তাহ আগেই তাঁরা তাঁদের লোগো প্রকাশ করেছিল। এবার সেভাবেই নিজেদের দলের থিম সং প্রকাশ করল কে এল রাহুলের দল।
কিছুদিন আগেই লখনউয়ের থিম সং লিক হয়ে গিয়েছিল বলে একটি খবর চাউর হয়েছিল। এরপরই এদিন তড়িঘড়ি সেই থিম সং প্রকাশ্যে আনা হল। একইসঙ্গে প্রকাশ্যে আনা হল দলের জার্সিও। লখনউ সুপার জায়ান্টসের থিম সং-এর প্রধান ট্যাগ লাইন হিন্দিতে 'অব আপনি বারি হ্য়ায়'। গানটি গেয়েছেন ও সুর করেছেন বর্তমানে সুপার-ডুপার হিট বাদশা (Badshah)। ভিডিও অ্যালবামটির পরিচালনা করেছেন কোরিওগ্রাফার ডিরেক্টর রেমো ডিসুজা। গানটি পুরোটাই শুটিং করা হয়েছে লখনউ শহরে। ট্যাগলাইনটি ক্লাবের পারফরম্যান্স এবং শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষাকেই বোঝায় বলে জানিয়ছে লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই গানটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
আগামী ২৬ মার্চ থেকে শুরু এবারের আইপিএল। এদিকে আইপিএল থেকে ছিটকে যাওয়া মার্ক উডের পরিবর্তও পেয়ে গেল লখনউ সুপারজায়ান্টস। জিম্বাবোয়ের তরুণ পেসার ব্লেসিং মুজারাবানি। প্রথমে জানা গিয়েছিল যে নেট বোলার হিসেবে দলের সঙ্গে রয়েছেন মুজারাবানি। তবে সূত্রের খবর, মার্ক উডের বদলি হিসেবেই জিম্বোবোয়ের এই বোলারকে দলে নেওয়া হয়েছে। ব্লেসিং মুজারাবানি ২৫ বছরের এই তরুণ জিম্বাবোয়ের পেসার।
গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান উড। পরীক্ষা করার পরে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক সপ্তাহ বল করতে পারবেন না তিনি। তার পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) তরফে সে কথা লখনউ ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে উডের বিকল্প কে হবেন, সেই নাম এখনও পর্যন্ত ঘোষণা সরকারিভাবে করেনি কে এল রাহুলের দল।