IPL 2022, MI vs PBKS: ৪ ম্যাচেই হার, আজ জ্বলে উঠতে হবে রোহিত-বাহিনীকে ; দেখ নিন মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ
IPL 2022, MI vs PBKS: এবার রিলে মেরেডিথ ও ফ্যাবিয়েন অ্যালেনকে দেখে নিতে পারেন রোহিত।
মুম্বই : চলতি মরসুম ভাল যাচ্ছে না রোহিত-শর্মা নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। এর আগের চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। এমনকী এখনও ঠিকঠাক প্রথম একাদশই তৈরি হয়নি। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- কোনওটিতেই নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে এমআই। এই পরিস্থিতিতে আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
এর আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুই জন বিদেশি খেলোয়াড় নামিয়েছিল- ডেওয়াল্ড ব্রেভিস ও কাইরন পোলার্ডকে। তাই এবার রিলে মেরেডিথ ও ফ্যাবিয়েন অ্যালেনকে দেখে নিতে পারেন রোহিত।
দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা- চলতি মরসুমে নিজের সেরাটা এখনও দিতে পারেননি রোহিত। কাজেই, এই ম্যাচে অধিনায়ক জ্বলে উঠবেন বলে আশাবাদী ভক্তরা।
ঈশান কিষাণ- এই মরসুমের সবথেকে দামি খেলোয়াড়। কঠিন সময়ে তাঁর সেরাটা চাইছে দল।
সূর্যকুমার যাদব- এই মরসুমে ভাল পারফর্ম করছেন। এর আগের দুটি ম্যাচে- কেকেআর ও আরসিবি-র বিরুদ্ধে দুটি অর্ধ শতরান করেছেন সূর্যকুমার যাদব।
তিলক বর্মা- বাঁ-হাতি এই ব্যাটসম্যানের যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। শুরু থেকে ঘুম ছুটিয়ে দিতে পারেন বোলারদের।
কাইরন পোলার্ড- বিগ-হিটার। এই মরসুমে এখনও জ্বলে উঠতে পারেননি। ফাইনাল ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন পোলার্ড।
ফ্যাবিয়েন অ্যালেন- নিজেদের লাইন-আপে ফ্যাবিয়েন অ্যালেনকে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত রোহিত-বাহিনীর। কারণ, খেলার তিন বিভাগের অবদান রাখতে পারেন ফ্যাবিয়েন।
মুরুগান অশ্বিন- মাঝের ওভারগুলিতে ভেল্কি দেখাতে পারবেন এই স্পিনার ?
জয়দেব উনাডকট- মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ের মুখ দেখানোর জন্য নিজের সেরাটা উজড় করে দিতে হবে এই বাঁ-হাতি সিমারকে।
জশপ্রীত বুমরা - মুম্বই ইন্ডিয়ান্সের কার্যত ওয়ান-ম্যান আর্মি। এখনও পর্যন্ত নিজের সেরাটা দিতে সমর্থ হয়েছেন। অন্য প্রান্তে কারও একজনের সাহায্য প্রয়োজন।
রিলে মেরেডিথ- মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং-আক্রমণের অন্যতম সেরা হাতিয়ার । বুমরার সঙ্গে তাঁকে দল ব্যবহার করতে পারলে ভয়ঙ্কর বোলিং বিভাগ তৈরি হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের।