DC on IPL: কেকেআর ম্যাচের আগে স্বস্তি, করোনাকে হারিয়ে প্র্যাক্টিস শুরু দিল্লির দুই তারকার
IPL 2022: করোনাকে হারিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন দলের দুই বিদেশি তারকা। মিচেল মার্শ ও টিম সিফার্ট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল দিল্লি ক্যাপিটালস শিবির।
মুম্বই: আইপিএল (IPL) চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন। ফের করোনার ধাক্কায় টুর্নামেন্ট স্থগিত হয়ে যাবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। গতবারের স্মৃতি যে এখনও সকলের মনে টাটকা। গতবারও টুর্নামেন্ট চলাকালীন করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। স্থগিত করে দিতে হয়েছিল টুর্নামেন্ট। পরে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে গিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়।
প্র্যাক্টিসে মার্শ-সিফার্ট
তবে এবার স্বস্তি ফিরল। আইপিএলে। দিল্লি ক্যাপিটালস শিবিরেও (DC)। করোনাকে হারিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন দলের দুই বিদেশি তারকা। মিচেল মার্শ ও টিম সিফার্ট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল দিল্লি ক্যাপিটালস শিবির।
ওয়ার্নকে শ্রদ্ধার্ঘ
তাঁর নেতৃত্বেই প্রথম আইপিএলে (IPL) চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অজানা, অখ্যাত বা স্বল্পখ্যাতদের নিয়ে অসম্ভবকে সম্ভব করেছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। প্রয়াত কিংবদন্তিকে তাই বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস। আগামী ৩০ এপ্রিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সঞ্জু স্যামসনদের ম্যাচ। তার আগে শেন ওয়ার্নকে বিশেষ সম্মান জানাবে রাজস্থান রয়্যালস।
আসছেন কিংবদন্তির ভাই
সেদিন মাঠে উপস্থিত থাকার জন্য ওয়ার্নের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ওয়ার্নের ভাই জেসন সেদিনের অনুষ্ঠানে মাঠে থাকার জন্য মুম্বইয়ে উড়ে আসবেন।
৩০ এপ্রিল আর নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম। এই দুটো জিনিস এলেই আইপিএল প্রেমীদের মাথায় আসে একটাই ঘটনা। ২০০৮ সালের ৩০ এপ্রিল, প্রথম আইপিএলের ফাইনালে নবি মুম্বইয়ে শেন ওয়ার্নের (Shane Warne) নেতৃত্বে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। ১৪ বছর পর ৩০ এপ্রিল সেই নবি মু্ম্বইয়েই নামছে রাজস্থান। শেন ওয়ার্নকে ছাড়া এই প্রথম একটা ৩০ এপ্রিল। আর এই বিশেষ দিনকে স্মরণ করে মুম্বইয়ের বিরুদ্ধে শনিবার নবি মুম্বইয়ে রাজস্থানের রয়্যালস তাদের প্রথম অধিনায়ক শেন ওয়ার্নকে বিশেষ শ্রদ্ধা জানাতে চলেছে।
বিশেষ জার্সি
সেই দিন সঞ্জু স্যামসন, জস বাটলার, আর অশ্বিন সহ গোটা রাজস্থান দল 'SW23' লেখা জার্সি পরে খেলতে নামবেন।সঞ্জু, বাটলারদের জার্সির সামনের কলারে লেখা থাকবে এটি।
চলতি বছর ৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা শেন ওয়ার্ন। শেন ওয়ার্নের অধিনায়কত্বেই রাজস্থান তাদের প্রথম ও শেষ আইপিএল খেতাবটি জিতেছে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে রাজস্থান রয়্যালস এখন পয়েন্ট তালিকায় শীর্ষে আছে।
আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কি নেই বিরাট?