IPL Most Wickets: আইপিএলে মালিঙ্গার রেকর্ড ভেঙে দেবেন ব্র্যাভো?
IPL Record: সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে আইপিএলে (IPL) সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার শীর্ষে এখনও জ্বলজ্বল করছে তাঁর নাম। লাসিথ মালিঙ্গা।
![IPL Most Wickets: আইপিএলে মালিঙ্গার রেকর্ড ভেঙে দেবেন ব্র্যাভো? IPL 2022: Most wicket takers in IPL, know the list of top ten IPL Most Wickets: আইপিএলে মালিঙ্গার রেকর্ড ভেঙে দেবেন ব্র্যাভো?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/23/8d05063237bc75d060412c4225eecc77_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে আইপিএলে (IPL) সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার শীর্ষে এখনও জ্বলজ্বল করছে তাঁর নাম। লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)।
আইপিএলে ১২২ ম্যাচ খেলে ১৭০ উইকেট নিয়েছেন মালিঙ্গা। শ্রীলঙ্কার পেসার মুম্বই ইন্ডিয়ান্সের সেরা বোলিং অস্ত্র ছিলেন। ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৭.১৪ রান। প্রত্যেক ১৬ বল ছাড়া উইকেট নিয়েছেন।
তবে এবারের আইপিএলে ভেঙে যেতে পারে মালিঙ্গার রেকর্ড। কে ভাঙবেন? ডোয়েন ব্র্যাভো। ক্যারিবিয়ান তারকা চেন্নাই সুপার কিংসের অন্য়তম সেরা অস্ত্র। আইপিএলে ১৬৭ উইকেট হয়ে গিয়েছে ব্র্য়াভোর। ১৫১ ম্যাচ খেলে। আর চার উইকেট পেলেই তিনি মালিঙ্গাকে ছাপিয়ে যাবেন।
আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিন নম্বরে রয়েছেন হরিয়ানার লেগস্পিনার অমিত মিশ্র। এবারের নিলামে অবিক্রিত ছিলেন। তাই নিজের উইকেটসংখ্যা বাড়ানোর সুযোগ পাবেন না। নাহলে তিনিও ভেঙে দিতে পারতেন মালিঙ্গার রেকর্ড। আইপিএলে ১৫৪ ম্যাচে ১৬৬ উইকেট রয়েছে মিশ্রর।
পীযূষ চাওলাও এবারের আইপিএলে দল পাননি। আইপিএলে ১৬৫ ম্যাচে ১৫৭ উইকেট রয়েছে চাওলার। সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি রয়েছেন চার নম্বরে।
১৬৩ ম্যাচে ১৫০ উইকেট নিয়ে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় পাঁচ নম্বরে কিংবদন্তি হরভজন সিংহ। ওভার প্রতি মাত্র ৭.০৭ রান খরচ করেছেন টার্বুনেটর।
তালিকার ছয়ে রয়েছেন আর অশ্বিন। ১৬৭ ম্যাচে ১৪৫ উইকেট রয়েছে তামিলনাড়ুর অফস্পিনারের।
আইপিএলে ১৩৪ ম্যাচে ১৪৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সাত নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার সুনীল নারাইন। ওভার প্রতি মাত্র ৬.৭৪ রান খরচ করেন ক্যারিবিয়ান তারকা। এবারও তিনি নাইটদের সেরা ভরসা।
১৩২ ম্যাচে ১৪২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় আটে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তালিকার নয় নম্বরে রয়েছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। যাঁকে এবার দেখা যাবে রাজস্থান রয়্যালসের জার্সিতে। আইপিএলে ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট রয়েছে তাঁর।
তালিকায় দশে রয়েছেন যশপ্রীত বুমরা। যিনি শুধু ভারতরেই নন, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বরাবর খেলেছেন আইপিএলে। ১০৬ ম্যাচে ১৩০ উইকেট রয়েছে ডানহাতি পেসারের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)