IPL 2022: আইপিএলে গতির রাজা, এবার কি দেশের জার্সিতে দেখা যাবে উমরানকে?
IPL 2022: জম্মু-কাশ্মীর থেকে গত কয়েক বছরে উঠে এসেছেন একাধিক তরুণ প্লেয়ার। তাঁদের মধ্যেই একজন হলেন উমরান মালিক। একের পর এক বুলেট গতির বলে পরাস্ত করেছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটারকে।
![IPL 2022: আইপিএলে গতির রাজা, এবার কি দেশের জার্সিতে দেখা যাবে উমরানকে? IPL 2022: My Aim Is To Play For India And Do Well- Umran Malik IPL 2022: আইপিএলে গতির রাজা, এবার কি দেশের জার্সিতে দেখা যাবে উমরানকে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/7f717a1ca40deb22174f60b443bcab94_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ইরফান পাঠানের নজরে পড়েছিলেন। এরপরই ঘরোয়া ক্রিকেটের সিঁড়ি বেয়ে আইপিএলের(IPL) দরজায় কড়া নাড়া। প্রথমে নেট বোলার হিসেবে ও পরে আইপিএলের মঞ্চে পা রাখা। বাকিটা তো স্বপ্নের মতো। গতবার সানরাইাজার্স হায়দরাবাদের(Sunrisers Hayderabad) হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল। এবার সেই উমরান মালিককে রিটেন করে ফ্র্যাঞ্চাইজি। সিদ্ধান্তটা যে কোনও ভুল ছিল না, তা বুঝিয়ে দিয়েছেন তরুণ এই পেসার। বাউন্ডারি, আগুনে গতি হোক বা নিঁখুত ইয়র্কার সবেতেই বাজিমাত করেছেন উমরান। নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে শ্রেয়স আইয়ারকে নিঁখুত ইয়র্কারে যেভাবে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছে, তাতে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ডেল স্টেনও। তবে শুধু আইপিএল নয়। এবার ধীরে ধীরে দেশের জার্সি গায়ে চাপানোই নিজের লক্ষ্য উমরানের।
উমরানের লক্ষ্য জাতীয় দল
আর পাঁচজনের মত এবার জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন উমরান। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ওভারে মেডেন সহ ৩ উইকেট তুলে সাড়া ফেলে দিয়েছেন। কিন্তু শুধু আইপিএলেই সীমাবদ্ধ থাকা নয়। নিজের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে উমরান বলেন, ''আমি অবশ্যই দেশের জার্সি গায়ে চাপাতে চাই। দেশের হয়ে খেলতে চাই ও দুর্দান্ত পারফর্ম করতে চাই।
পাঞ্জাবের বিরুদ্ধে বিধ্বংসী উমরান
রবিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। হায়দরাবাদের হয়ে শেষ ওভার বল করতে আসেন উমরান। ভারতীয় বোলারদের মধ্যে যিনি চলতি আইপিএলে দ্রুততম। শেষ ওভার মেডেন দেন তিনি। সেই সঙ্গে পড়ে চার উইকেট। যার মধ্যে তিনটি উইকেট নেন উমরন। একটি রান আউট। ১৫১/৬ থেকে ১৫১ রানেই অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস।
টানা চার ম্যাচ জয় হায়দরাবাদের
ম্যাচ শুরুর আগেই ধাক্কা খেয়েছিল পাঞ্জাব কিংস (PBKS)। জানা গিয়েছিল, চোটের কারণে খেলতে পারবেন না পাঞ্জাবের অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল (Mayank Agarwal)। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেন শিখর ধবন (Shikhar Dhawan)। সেই চাপ আর কাটিয়ে উঠতে পারল না পাঞ্জাব। সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তাদের ৭ উইকেটে হারিয়ে দিল। সেই সঙ্গে টানা ৪ ম্যাচ জিতে ৮ পয়েন্ট সব টেবিলে চার নম্বরে উঠে এলেন কেন উইলিয়ামসনরা। জমিয়ে দিলেন প্লে অফের লড়াই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)