এক্সপ্লোর
Patt Cummins IPL Record: ১৪ বলে হাফসেঞ্চুরি, আইপিএলে নতুন কীর্তি কামিন্সের
IPL 2022: কামিন্সই এখন কে এল রাহুলের সঙ্গে যুগ্মভাবে আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরির মালিক। আইপিএলে সবচেয়ে কম বলে হাফসেঞ্চুরি করেছেন কারা, আসুন দেখে নেওয়া যাক।
![Patt Cummins IPL Record: ১৪ বলে হাফসেঞ্চুরি, আইপিএলে নতুন কীর্তি কামিন্সের IPL 2022: Patt Cummins Joint Fastest 50 runs in 14 balls against MI Patt Cummins IPL Record: ১৪ বলে হাফসেঞ্চুরি, আইপিএলে নতুন কীর্তি কামিন্সের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/06/5dd5c2ce672eb13fdbc04f5ea8b4bae5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নতুন কীর্তি কামিন্সের। ছবি - আইপিএল
মুম্বই: পনেরোতম আইপিএলে (IPL) মাঠে নেমেই আগুন জ্বালালেন প্যাট কামিন্স (Pat Cummins)। তবে বল হাতে নয়, ব্যাটে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৫ বলে ৫৬ রানে অপরাজিত রইলেন অস্ট্রেলীয় তারকা। হাফসেঞ্চুরি করলেন মাত্র ১৪ বলে। যা আইপিএলে নতুন নজির গড়ল। তাঁর ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা।
কামিন্সই এখন কে এল রাহুলের সঙ্গে যুগ্মভাবে আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরির মালিক। আইপিএলে সবচেয়ে কম বলে হাফসেঞ্চুরি করেছেন কারা, আসুন দেখে নেওয়া যাক।
- ৮ এপ্রিল, ২০১৮। দিল্লির বিরুদ্ধে ১৪ বলে ৫১ রান করেছিলেন কে এল রাহুল। সেটাই এখনও পর্যন্ত আইপিএলে সবচেয়ে কম বলে করা হাফসেঞ্চুরি। বুধবার যে নজির স্পর্শ করলেন কামিন্স। সমসংখ্যক বলে পঞ্চাশ সম্পূর্ণ করে।
- ২০১৪ সালের ইডেন গার্ডেন্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন ইউসুফ পাঠান।
- তালিকায় চার নম্বরে সুনীল নারাইন। ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৫ বলেই হাফসেঞ্চুরি করেছিলেন বিস্ময় স্পিনার।
- ২০১৪ সালে পাঞ্জাবের বিরুদ্ধে ১৬ বলে ৫০ পূর্ণ করেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা সুরেশ রায়না। তালিকায় তিনি পাঁচ নম্বরে।
- এবারের আইপিএলে ভারতীয় উইকেটকিপার হিসাবে রেকর্ড দাম পেয়েছেন ঈশান কিষাণ। গত আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে ১৬ বলে ৫০ পূর্ণ করেছিলেন। তালিকায় ছয় নম্বরে।
- তালিকায় ক্রিস গেল থাকবেন না, সেও কি সম্ভব? ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭ বলে হাফসেঞ্চুরি করেছিলেন গেল। রয়েছেন সাতে।
- আট নম্বরে হার্দিক পাণ্ড্য। ২০১৯ সালে ইডেনে কেকেআরের বিরুদ্ধে ১৭ বলে হাফসেঞ্চুরি করেছিলেন বঢোদরার অলরাউন্ডার।
- গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৭ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কায়রন পোলার্ড। তালিকায় নয় নম্বরে তিনি।
- তাঁর নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান চার্জার্স। সেই অ্যাডাম গিলক্রিস্ট ২০০৯ সালে দিল্লির বিরুদ্ধে ১৭ হলে ৫০ পূর্ণ করেছিলেন। তালিকায় দশে রয়েছেন তিনি।
- এই তালিকার ১১ নম্বরে ক্রিস মরিস। ২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ১৭ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীর থেকে কেকেআর, শাহরুখের দলের হয়ে প্রথম ম্যাচেই নজর কাড়লেন রসিখ
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)