DC vs PBKS, Match Highlights: পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লির জয়ের লক্ষ্য মাত্র ১১৬ রান
IPL 2022, DC vs PBKS: দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় পাঞ্জাব কিংসের (PBKS)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৫ রানে অল আউট হয়ে গেলেন ময়ঙ্ক অগ্রবালরা (Mayank Agarwal)।
মুম্বই: দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় পাঞ্জাব কিংসের (PBKS)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৫ রানে অল আউট হয়ে গেলেন ময়ঙ্ক অগ্রবালরা (Mayank Agarwal)। দিল্লির বোলারদের সামনে কার্যত আত্মসমর্পণ পাঞ্জাব কিংসের ব্যাটারদের। ম্যাচ জিততে গেলে মাত্র ১১৬ রান করতে হবে ঋষভ পন্থদের (Rishabh Pant)।
চেনা ছক
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। পন্থও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।
পাঞ্জাবের দুই ওপেনার ময়ঙ্ক ও শিখর ধবন শুরুটা ভাল করেছিলেন। চোটের জন্য আগের ম্যাচে খেলতে পারেননি ময়ঙ্ক। তাঁর অনুপস্থিতিতে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন শিখর ধবন। সেদিন ম্যাচের শেষে ধবন জানিয়েছিলেন যে, দ্রুত সুস্থ হয়ে উঠছেন ময়ঙ্ক। বুধবার ফিট হয়ে তিনি মাঠে নামেন। শুরুতেই চারটি চার মেরে ইনিংসে গতি দেন ময়ঙ্ক। কিন্তু উল্টো দিক থেকে উইকেট পড়া শুরু হয়ে যায়। মাত্র ৯ রান করে ফেরেন ধবন। জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান কেউই রান পাননি। জিতেশ শর্মা লোয়ার মিডল অর্ডারে ২৩ বলে ৩২ রান করায় দলের স্কোর একশো পেরোয়। জিতেশই বুধবার পাঞ্জাবের সর্বোচ্চ স্কোরার।
দিল্লির বোলারদের দাপট
ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। শুধু রান আটকে রাখা নয়, উইকেট তোলার জন্য মরিয়া ছিলেন তাঁরা। খলিল আমেদ, ললিত যাদব, কুলদীপ যাদব ও অক্ষর পটেল দুটি করে উইকেট পেয়েছেন। একটি উইকেট মুস্তাফিজুর রহমানের। একটি রান আউট হয়।
আরও পড়ুন: রায়নাদের ম্যাচের স্কোরার অভাবের সঙ্গে লড়তে টোটোও চালান