IPL Purple Cap : আইপিএলে ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠলেন কারা, পার্পল ক্যাপের দৌড়ে কারা
IPL 2022 : সর্বোচ্চ উইকেট শিকারিদের দৌড়ে সবথেকে তুল্যমূল্য লড়াই চলছে এই দুই স্পিনারের মধ্যে। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও যুযবেন্দ্র চাহালের ঝুলিতে এই মুহূর্তে ২৩ টি করে উইকেট।
মুম্বই : শেষ-ল্যাপে ঢুকে পড়েছে আইপিএল (IPL 2022)। প্লে-অফের (IPL Play Off) দৌড়ে কোন ফ্র্যাঞ্চাইজিগুলি থাকবে তা প্রায় পাকা। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের টক্কর। বিজনেস এন্ডে (Business End) ঢুকে পড়ার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এই মুহূর্তে সেরা বোলারদের (Bowler) দৌড়ে ঠিক কে কোথায়। বিশের মঞ্চে ব্যাটসম্যানদের চিন্তা বাড়ালেন ঠিক কারা, দেখে নেওয়া যাক।
কড়া টক্কর যাদের
এই মুহূর্তে আইপিএলে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) এই বোলারের ঝুলিতে আপাতত ২৩ উইকেট। ২৩ টি উইকেট যুযবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ঝুলিতেও। ইকোনমি রেটে পিছিয়ে থাকলেও যে কোনও মুহূর্তে টপকে যেতে পারেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বোলার। এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট শিকারিদের দৌড়ে সবথেকে তুল্যমূল্য লড়াই চলছে এই দুই স্পিনারের মধ্যেই।
দৌড়ে আর কারা
দুই স্পিনারের ঠিক পরেই তিন নম্বরে রয়েছে কাগিসো রাবাদা (Kagiso Rabada)। পঞ্জাব কিংসের (Punjab Kings) জার্সিতে এখনও আইপিএলে ২১ উইকেট নিয়েছেন প্রোটিয়া পেসার। ১৮ উইকেট নিয়ে চার নম্বরে হর্ষল প্যাটেল (Harshal Patel)। বোনকে হারানোর ধাক্কা কাটিয়ে আইপিএলে নজর কাড়ছেন আরসিবি-র অলরাউন্ডার। আইপিএলের মাঝে বোনের মৃত্যুর জেরে বায়ো বাবল ছেড়ে বাইরে বেরোতে হয়েছিল তাঁকে। পরে আবার ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন তিনি। এদিকে, পার্পল ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে কুলদীপ যাদব (Kuldeep Yadav)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে এখনও পর্যন্ত ১৮ উইকেট তাঁর ঝুলিতে।
আরও পড়ুন- আম্বাতির অবসর উলটপুরাণ
এদিকে, পাকিস্তান থেকে মদত পেয়ে বেটিং আইপিএলে (IPL)! তদন্তের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই (CBI)। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেসটিগেশন (Central Bureau of Investigation) জানিয়েছে, ২০১৯ সালের আইপিএল বেটিংয়ে যুক্ত এক ব্যক্তি পাকিস্তান থেকে সাহায্য নিয়েছিলেন। যদিও কোনও চক্র নয়, সেই ব্যক্তি এককভাবে বেটিং চক্রের সঙ্গে যুক্ত ছিল বলেই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।