RR vs GT, IPL Final: রাজস্থান-গুজরাত ফাইনাল দেখতে আসছেন ওয়ার্নের রয়্যালসরা
IPL 2022: ২০০৮ সালে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন শেন ওয়ার্নের দলের ক্রিকেটারদের রবিবার মাঠে আসার আমন্ত্রণ জানিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির এই সৌজন্য অনেকের মন জিতে নিয়েছে।
আমদাবাদ: ঠিক ১৫ বছর আগের ঘটনা। শেন ওয়ার্নের (Shane Warne) নেতৃত্বে প্রথম আইপিএল (IPL) জিতে নতুন মাইলফলক তৈরি করেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অজানা, আনকোরা ক্রিকেটারদের নিয়ে অসাধ্য সাধন করেছিলেন লেগস্পিনের জাদুকর। প্রথম আইপিএল ট্রফি উঠেছিল কিংবদন্তির হাতে।
২০০৮ সালে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন শেন ওয়ার্নের দলের ক্রিকেটারদের রবিবার মাঠে আসার আমন্ত্রণ জানিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির এই সৌজন্য অনেকের মন জিতে নিয়েছে। সূত্রের খবর, ২০০৮ সালে আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস দলের ওপেনার স্বপ্নিল আসনোদকর, মুনাফ পটেল, ইউসুফ পাঠান, দীনেশ সালুঙ্কে, সিদ্ধার্থ ত্রিবেদি, রবীন্দ্র জাডেজাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত গ্রেম স্মিথও। যিনি ওয়ার্নের দলের হয়ে ইনিংস ওপেন করতেন। স্মিথ আইপিএলের ধারাভাষ্য করার জন্য এমনিতেই মাঠে থাকবেন।
তবে ওয়ার্নের দলের ক্রিকেটারদের মধ্যে কয়েকজন বিদেশি ফাইনাল দেখতে আসতে পারবেন না বলে জানিয়েছেন। যেমন শেন ওয়াটসন, দিমিত্রি মাসকারেনহাস, কামরান আকমল, ড্যারেন লেম্যান, সোহেল তনবীররা ব্যক্তিগত কারণে আসতে পারবেন না বলে জানিয়েছেন।
এদিকে, এবারের আইপিএলটা (IPL) বেশ অন্য়রকম কাটছে রোমির (Romi Mitra)। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) নতুন দলের হয়ে নিজেরে পুণঃপ্রতিষ্ঠা করছেন। পারফরম্যান্স দিয়ে সমস্ত সমালোচনার জবাব দিচ্ছেন। আর তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ডামাডোলের সময় স্ত্রী সঙ্গে থাকতে পারছেন না। আগলে রাখতে পারছেন না। দুই সন্তানের কথা ভেবে বায়ো বাবলে প্রবেশ করেননি রোমি। ইডেনে প্লে অফের ম্যাচ দেখেছিলেন গুজরাত টাইটান্সের জন্য বরাদ্দ বক্সে। অন্যান্য ক্রিকেটারের পরিবারের মতো বায়ো বাবলের বক্সে বসা হয়নি।
তবে ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার দেখার ফাঁকে রোমি এবিপি লাইভকে বলেছিলেন, ফাইনাল দেখতে আমদাবাদ যেতে পারেন। জানিয়েছিলেন, আইপিএল ফাইনাল খেলার সুযোগ তো বড় একটা পাওয়া যায় না। তাই এই মাহেন্দ্রক্ষণ মাঠে থেকে দেখতে চেয়েছিলেন রোমি।
কিন্তু বিধি বাম হলে যা হয়। আচমকাই দাঁতের যন্ত্রণায় কাবু রোমি। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়ায় যে, যন্ত্রণায় কাতর রোমি তাঁর দাঁত তুলতে বাধ্য হয়েছেন। তাঁর আমদাবাদ যাওয়াও হচ্ছে না। শহরে বসেই গুজরাতের হয়ে গলা ফাটাবেন ঋদ্ধির ঘরণি।